কলকাতা: ২০১০ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর প্রযোজিত ছবি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ (Student Of The Year)। সেই ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে হাতেখড়ি হয় সিদ্ধার্থ মালহোত্র (Siddhartha Malhotra) ও বরুণ ধওয়ানের (Varun Dhawan)। এই ছবির মাধ্যমেই অভিনেত্রী হিসাবে বলিউডে অভিষেক হয় মহেশ ভট্টের মেয়ে আলিয়া ভট্টেরও। কিন্তু, জানেন কী, কেরিয়ারের প্রথম ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করতে চাননি এই দুই অভিনেতা। কেন জানেন? করণের অফিসে প্রথম আলিয়ার সঙ্গে আলাপ হয়েছিল বরুণ এবং সিদ্ধার্থর। অভিনেত্রীকে দেখার পর প্রথমেই তাঁরা বলেছিলেন, ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এ সানায়ার চরিত্রের জন্য তিনি সঠিক নির্বাচন নন। কিন্তু নাছোড়বান্দা করণ আলিয়া ছাড়া অন্য কাউকেই কাস্ট করতে চাননি। এবং তাঁর সিদ্ধান্ত পাল্টাতে পারেননি বরুণ-সিদ্ধার্থ।
‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজ়নের সাম্প্রতিক পর্বে করণের কফি আড্ডায় অতিথি হিসাবে এসেছিলেন সিদ্ধার্থ ও বরুণ। ওই পর্বেই করণ জানান, আলিয়ার সঙ্গে নাকি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে কাজই করতে চাননি সিড ও বরুণ। করণ আরও বলেন, “আমার মনে আছে, আলিয়া সেটে আসামাত্রই সিড আর বরুণ আমাকে মেসেজ করে বলেছিল ওকে ছবিতে কাস্ট না করার কথা। এক জনের যুক্তি ছিল, আলিয়া নাকি বয়সে খুবই ছোট। ফোটোশুটের সময়েও আলিয়া চুপ করে দাঁড়িয়েছিল। কারণ, ও জানত যে সিড আর বরুণ আমাকে আগে থেকে চেনে। আর আলিয়া সেই সময় আমাকে একেবারেই চিনত না। তবে আমি ওর প্রথম শট দেখেই বুঝতে পেরেছিলাম!”
দেখুন আরও অন্য খবর