রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ ছবিতে স্ত্রীর চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। বাবা- ছেলের গল্প নিয়ে ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলারও। ট্রেলার মুক্তি পাওয়ার পর রশ্মিকাকে নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজেনদের। ট্রেলারে নাকি রশ্মিকার সংলাপ বোঝাই যাচ্ছে না। এবং হাসির ছলে সকলে তাঁকে ‘গোলমাল’-এর অভিনেতা তুষার কাপুরের সঙ্গেও তুলনা করতে শুরু করে দিয়েছেন। তবে নায়িকার এইরূপ ট্রোলারদের জবাব দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
আরও পড়ুন: বাংলার TRP তালিকায় রদবদল
তিনি বলেন, ‘ছবিতে রশ্মিকাকে বিশেষভাবে কথা বলতে দেখা যাবে। এবং এই দৃশ্যটি ছিল আবেগ জড়ানো। আমি জানতাম এইভাবে কথা বলার পর রশ্মিকাকে নিয়ে আলোচনা হবে। তবে এ কথাও বলতে চাই, কোনও মানুষ যখন খুব আবেগ নিয়ে কথা বলেন, তখন তাঁর দাঁত-মুখ খিঁচিয়ে ওঠে।’
দেখুন আরও খবর: