Wednesday, July 2, 2025
HomeবিনোদনAkshay Kumar | Soorarai Pottru | Hindi Remake | অক্ষয়ের ছবিতে কিভাবে...

Akshay Kumar | Soorarai Pottru | Hindi Remake | অক্ষয়ের ছবিতে কিভাবে সস্তায় বিমান চড়ার সুযোগ এলো,পর্দায় সেই কাহিনী

Follow Us :

মুম্বই: জনপ্রিয় দক্ষিনী ছবির হিন্দি রিমেক নতুন কিছু নয়। বলিউডে এমন বহু রিমেক হয়েছে। এবার হিট তামিল ছবি ‘সুরারাই পত্রু’ হিন্দিতে হতে চলেছে। তামিল ছবিটির এই হিন্দি রিমেকে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে। সম্প্রতি অক্ষয় কুমার এই ছবির মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন। যেখানে বলিউড নায়ক লিখেছেন, ‘আমরা শুরু করার জন্য তৈরি আছি। প্রডাকশন নাম্বার ২৭,ছবির নাম এখনো ঠিক হয়নি। সারা বিশ্বে আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি’। অক্ষয়ের পোস্টে তাঁর নিজের একটি সিল্যুট ছবির সঙ্গে একটি প্লেনের ছবি দেখা যাচ্ছে। অক্ষয়ের এই পোস্টার শেয়ার দেখে তার ভক্ত অনুরাগেরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন।
 প্রসঙ্গত, তামিল ছবিটি যিনি পরিচালনা করেছেন সেই সুধা কোঙ্গারাই এই হিন্দি রিমেকটি পরিচালনা করছেন। ছবিতে আক্কি ছাড়াও রাধিকা মদন পরেশ রাওয়াল ও আরো অনেককে দেখা যাবে। এক নেটিজেন লিখেছেন,’১১ বছর পর আবার আক্কি এবং পরেশ স্যারকে একসঙ্গে দেখার জন্য আমরা মুখিয়ে আছি’।

আরও পড়ুন: ‘Pushpa 2’ | Allu Teaser | আল্লুর জন্মদিনে ‘পুষ্পা ২’ এর অফিসিয়াল টিজার!

অন্য এক অনুরাগী লিখেছেন সুরিয়া স্যারের ক্যামিওর জন্য অপেক্ষা করে আছি। মূল তামিল ছবিতে সুরারাই পত্রুর চরিত্রে খোদ সুরিয়া অভিনয় করেছিলেন। এই ছবিতে স্ত্রীর চরিত্রে অভিনয় করে অপর্না বালামুরলি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। হিন্দি ভার্সনে এই চরিত্রটি করবেন রাধিকা মদন। 
অক্ষয় কুমারের বিগত বেশ কয়েকটা ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অক্ষয়ের সমালোচনা লিখেছেন, ‘এবার দেখা যাক দক্ষিণী ছবির রিমেক করে কেরিয়ার গ্রাফে বদল আনতে পারেন কি না বলিউড খিলাড়ি!’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39