Saturday, July 5, 2025
Homeবিনোদন'Pushpa 2' | Allu Arjun | Teaser | আল্লুর জন্মদিনে 'পুষ্পা ২'...

‘Pushpa 2’ | Allu Arjun | Teaser | আল্লুর জন্মদিনে ‘পুষ্পা ২’ এর অফিসিয়াল টিজার!

Follow Us :

  অন্ধ্রপ্রদেশ: ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা’তে (Blockbuster Movie Pushpa) দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানাকে (Rashmika Mandana)। এই ছবির দুরন্ত সাফল্যের আল্লু সারা দেশের সুপারস্টার হয়ে উঠেছেন। সেই সঙ্গে সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন রাশমিকাও।
এই ছবির শেষের দিকেই বুঝিয়ে দেয়া হয়েছিল যে এই ব্লকবাস্টারের সিক্যুয়াল (Sequel) আসতে চলেছে। ইতিমধ্যেই ‘পুষ্পা:দ্যা রাইজ’ ছবির পরের পর্ব ‘পুষ্পা: দ্যা রুল’ (Pushpa; The Rule) অর্থাৎ ‘পুষ্পা ২’ ছবি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুষ্পা রাজের পরবর্তী গল্প জানার জন্য।
ভক্তদের জন্য সুখবর, আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন অর্থাৎ ৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ এর টিজার। প্রতীক্ষিত এই ছবির অফিশিয়াল টিজার (Official Teaser) সম্প্রতি অন্ধ্রপ্রদেশে শুটিং করা হয়েছে তারপরেই সামনে এসেছে টিজার মুক্তির দিন। সূত্রের খবর টিজারটি হবে তিন মিনিটের একটি কনসেপ্ট ভিডিও যেখানে থাকবে অ্যাকশন সিকুয়েন্স। ছবিটি পরিচালনা করছেন সুকুমার।


প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে ছবিটি ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি নাও পেতে পারে। কিছুটা দেরি হবে। পরিচালক এ ব্যাপারে কোন তাড়াহুড়ো করতে চাইছেন না। নির্মাতারা তাই সিদ্ধান্ত নিয়েছেন যে ২০২৪ এর মার্চ-এপ্রিলে ‘পুষ্পা ২’ মুক্তি পেতে পারে।
পুষপা দুই ছবিতেও আল্লু আর্জুনের বিপরীতে রাশমিকা মান্দানাকে দেখা যাবে।

আরও পড়ুন: ‘Kabaddi Kabaddi’ | Ayan Sil | Sweta | ED | অয়নের ‘কাবাড্ডি..’ ইউনিট নীরব! 

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি রশ্মিকা বলিউডে ইতিমধ্যে পা রেখেছেন। ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। তারপর মুক্তি পায় তার অভিনীত বলিউড ছবি ‘মিশন মজনু’। এটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এ পরিস্থিতিতে তেলেগু ভাষার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রাশমিকা।
রাশমিকার হাতে এখন দুটো ছবির কাজ রয়েছে। এর মধ্যে তার তৃতীয় হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সিনেমাটি নিয়ে সবারই প্রত্যাশা অনেক। আর এ সিনেমার সাফল্য রাশমিকার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্যাংস্টার-ড্রামা ঘরানার গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি আগামী ১১ আগস্ট মুক্তি পাবে।

অন্যদিকে, বহুল আলোচিত ‘পুষ্পা টু’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে।  প্রথমটির চেয়ে দ্বিতীয়টি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি টাকা। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি টাকা ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39