Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMamata Banerjee | আজ মমতা পুজো দেবেন জগন্নাথ মন্দিরে

Mamata Banerjee | আজ মমতা পুজো দেবেন জগন্নাথ মন্দিরে

Follow Us :

ভুবনেশ্বর: ওড়িশা (Odisha) সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সফরের দ্বিতীয় দিন বুধবার বিকেলেই পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) গিয়ে পুজো দেবেন তিনি।পাশাপাশি রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। জানা গিয়েছে, এদিন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে মন্দিরের (Temple) মুখ্য দরজা। ভক্তদের সে সময় প্রবেশ জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মূলত ‘বানাকা লাগি’ অর্থাৎ বিগ্রহের শৃঙ্গার আচার পালনের জন্যই গর্ভগৃহ বন্ধ করে রাখা হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়ার আগে মন্দির কমিটির দর্শন বন্ধের এই ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।  

মুখ্যমন্ত্রীর এই বারের পুরী সফর তাৎপর্যপূর্ণ।পুরীতে বঙ্গভবন তৈরির কাজ কতটা কী হল, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পুরীর বঙ্গভবনের নকশা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জমি পছন্দ করলেই দ্রুত কাজ শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। এই মুহূর্তে পুরীতে বাঙালি পর্যটক থিকথিক করছে৷ তাঁরাও চাইছেন পুরীতে একটা বঙ্গভবন গড়ে তোলা হোক। পুরীর পাশাপাশি উত্তরপ্রদেশের বারাণসীতেও রাজ্যের একটি গেস্ট হাউস গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন এলাকায় এই গেস্ট হাউস হবে, তা ইতিমধ্যেই পূর্ত দফতরের আধিকারিকরা ঠিক করে ফেলেছেন। 

আরও পড়ুন: Narendra Modi |  ‘মোদি হটাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি, গ্রেফতার ৪ 

উল্লেখ্য, ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে মমতা মঙ্গলবার বলেছিলেন, এটা আমার ব্যক্তিগত সফর।বাংলার মানুষের জন্য পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেব। আমি যখনই পুরীতে আসি জগন্নাথ মন্দির দর্শনে যাই। এবারও যাব। 

২০২০ সালে ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দিতে এসেও মমতা পুরী ঘুরে গিয়েছিলেন। ২০১৭ সালে মমতাকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল সেবায়েতদের একাংশের বিরুদ্ধে। তা নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। বুধবার মন্দিরের গর্ভগৃহ বন্ধ হওয়ার আগেই তিনি দর্শনে যান কি না, সেটাই এখন দেখার। 

আগামিকাল বৃহস্পতিবার মমতা বৈঠকে বসবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়কের সঙ্গে।ওই বৈঠকে কী আলোচনা হয়, তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। মমতা মনে করেন, আগামী লোকসভা ভোটে আঞ্চলিক দলগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কংগ্রেসকে বাদ দিয়ে  অ-বিজেপি আঞ্চলিক দলগুলিকে নিয়ে ভোটের আগে কোনও জোট গড়া যায় কি না, সেই চেষ্টা চালাচ্ছে তৃণমূল সমাজবাদী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। 

সূত্রের খবর, বিজু জনতা দলের প্রধান নবীনকেও তিনি এই প্রস্তাব দিতে পারেন। কলকাতায় এসে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একই কথা বলেছেন।  

RELATED ARTICLES

Most Popular