ওয়েব ডেস্ক:নিয়মের বাঁধাধরা পথে কত কিছুই না পাল্টে যায়। সেই তালিকায় অনায়াসে জায়গা করে নেয় নিয়মকানুন, চালিকাশক্তি, রাজনৈতিক প্রেক্ষাপট, সম্পর্কের সমীকরণ এবং আরও কত কী! ঠিক তেমনই এক অপ্রত্যাশিত বদল এসেছে বলিউড জগতের দুই উজ্জ্বল নক্ষত্র শাহরুখ খান এবং সানি দেওলের পারস্পরিক সম্পর্কে। নব্বই দশকের সাড়া জাগানো ছবি ‘ডর’-এর পর দীর্ঘ ষোলটি বছর ‘বাদশা’-র সঙ্গে কোনো প্রকারের বাক্য বিনিময় করেননি সানি দেওল। তবে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, সম্ভবত সেই পুরনো তিক্ততা ভুলে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন এই দুই তারকা।
হ্যাঁ, আপনার শ্রবণেন্দ্রিয়ে কোনো ভুল ধরা পড়েনি, এমন ইচ্ছাই ব্যক্ত করেছেন ধর্মেন্দ্রের সুযোগ্য পুত্র সানি দেওল।
কিছুকাল পূর্বে শাহরুখ খান(Sharukh Khan) ও সানি দেওল(Sunny Deol) অভিনীত সেই বিখ্যাত ছবি ‘ডর’(Darr) পুনরায় মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেছে। বর্তমানে সানি দেওল তাঁর আসন্ন ছবি ‘জাট'(Jaat) নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন। এই ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে সানি দেওলের কাছে যখন জানতে চাওয়া হয় যে তিনি ভবিষ্যতে শাহরুখ খানের সঙ্গে পুনরায় কাজ করতে আগ্রহী কিনা, তখন অভিনেতা এমন ইঙ্গিত দেন যে খুব শীঘ্রই তাঁদের দুজনকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে। উল্লেখ্য, ‘ডর’ ছবিটি ১৯৯৩ সালে মুক্তি পাওয়ার পর দীর্ঘ ত্রিশটি বছর তাঁরা আর একসঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি।
ঠিক কী বলেছিলেন সানি দেওল?
সানি দেওলের কাছে যখন জানতে চাওয়া হয় যে তিনি ভবিষ্যতে কোনো ‘ডাবল হিরো’ অর্থাৎ দুই নায়কের ছবিতে কাজ করতে ইচ্ছুক কিনা, তখন তিনি স্পষ্ট ভাষায় জানান যে এই সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন। তবে যদি এমন কোনো প্রস্তাব আসে, তাহলে তিনি অবশ্যই শাহরুখ খানের সঙ্গে কাজ করতে রাজি হবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘আমি শাহরুখের সঙ্গে কেবল একটি ছবিতেই কাজ করেছি, তাই আরেকটি ছবিতে কাজ করার ইচ্ছে রয়েছে। যদি তেমন সুযোগ আসে, তবে তা খুবই ভালো হবে। কারণ, সেই সময়টা অন্যরকম ছিল, আর এখন পরিস্থিতি অনেক বদলেছে। তাই এই ধরনের কোনো প্রস্তাব পেলে আমি নিশ্চয়ই রাজি হব।’
সানি দেওল সেই সময়ের চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং বলেন যে তাঁরা সর্বদা নতুন কিছু তৈরির চেষ্টায় থাকতেন। তবে বর্তমান সময়ে সবকিছু তাঁর প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, ‘আগেকার দিনে পরিচালকদের সম্পূর্ণ বিষয়ের উপর নিয়ন্ত্রণ থাকত। আজকালকার পরিচালকদের সেই ক্ষমতা আর নেই, এবং চিত্রনাট্যগুলিও এমনভাবে তৈরি করা হচ্ছে না যা অভিনেতাদের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কেবল তারকা থাকলেই সাফল্যের নিশ্চয়তা নেই। বলিউডের পরিবর্তিত প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে সানি দেওল বলেন যে, কেবল একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে ছবি নির্মাণ করলেই সেই ছবি বাণিজ্যিকভাবে সফল হবে এমন কোনো গ্যারান্টি নেই। হালকা হাসির মধ্যে দিয়ে সানি দেওল বলেন, ‘যদি আপনার ছবিতে অনেক তারকা অভিনেতা থাকেন, কিন্তু গল্পের মধ্যে কোনো বিশেষত্ব না থাকে, তাহলে আপনার আর কী করার থাকতে পারে?’
অভিনেতা আরও বলেন যে, সময়ের সাথে সাথে চলচ্চিত্র শিল্প ক্রমাগত এগিয়ে চলেছে। এক সময় ছিল যখন একক নায়কের ছবি খুব জনপ্রিয় হত, কিন্তু একটা সময়ের পর দর্শকরা সেই ধরনের ছবি দেখতে বিরক্ত হয়ে পড়েন। এরপর বহু তারকা সম্বলিত ছবি তৈরির প্রবণতা শুরু হয়।