‘তুঝে তো ম্যায় টানেল তাক ছোড়কে আয়ুঙ্গা’- ‘বিগবস ১৭’- এর প্রতিযোগী থুড়ি বিজয়ী (Big Boss 17 Winner) মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)-র এই ডায়লগ ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল অনুরাগী মহলে। তিনি শুধু বলেননি, করেও দেখিয়েছেন। সবাইকে টানেল পর্যন্ত ছেড়ে এসে বিগবস ১৭-এর ট্রফি ও খেতাব জিতে নিয়েছেন সকলের প্রিয় মুন্না।
View this post on Instagram
সিজন ১৭-এ বিগবসের থিম ছিল ‘দিল’, ‘দম’ ও ‘দিমাগ’ কা খেল। মুনাওয়ারের কাছে ‘দিল’ তো ছিলই। এতজনকে নিজের মন দিয়েছিলেন সেকথা আর নতুন করে অপেক্ষা রাখে না। কিন্তু বিগবস হাউজে আয়েশার প্রবেশ মুনাওয়ারের ‘দম’ আরও বাড়িয়ে দিল। আর ‘দিমাগ’, সেটার জোরেই অঙ্কিতা আর মান্নারাকে নিজের পাশে রেখে জোর টক্কর শেষে জয়ের চওড়া হাসলেন মুনাওয়ার। বিগ বসের সোনালি ট্রফি ছাড়াও ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার জিতলেন মুনাওয়ার। মিলল হুন্ডাই ক্রেটা গাড়িও।
আরও পড়ুন: ‘খাদান’-এ দেবের সঙ্গে হাত মেলালেন যীশু
২৮ জানুয়ারি সন্ধ্যে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টিভির পর্দা থেকে একবারের জন্যও নজর সরেনি বিগবস প্রেমীদের। অরুণ, অঙ্কিতা, মুনাওয়ার, অভিষেক ও মান্নারা এই পাঁচ ফাইনালিস্ট পৌঁছে গিয়েছিলেন গ্র্যান্ড ফিনালের মঞ্চে। রাত যত বাড়তে থাকলো, খেলা ততই জমে উঠলো। প্রথমেই বাদ পড়লেন অরুণ। তারপর যা হল কল্পনার বাইরে। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) খেলা থামলো ৪ নম্বরে। প্রথম তিনের তালিকায় মান্নারা চোপড়া (Mannara Chopra), অভিষেক কুমার (Abhishek Kumar) এবং মুনাওয়ার ফারুকি। শেষমেশ সক্কলকে হারিয়ে জয়ের হাসি হাসলেন মুনাওয়ার। আর মান্নারা ও অভিষেক যথাক্রমে সেকেন্ড ও ফার্স্ট রানার আপের খেতাব জিতলেন।
আরও খবর দেখুন