জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই চলছে সিরিজের তৃতীয় সিজন নিয়ে জল্পনা।সিরিজের নতুন সিজনের গল্পের পটভূমিকা যে কলকাতা শহর তা জানা গিয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর শেষ পর্বেই।২০১৯সালে এই স্পাই থ্রিলারের প্রথম সিজন মুক্তির পর দ্বিতীয় সিজন আসতে সময় লেগেছে দুই বছর,কিন্তু বলিপাড়া সূত্রে জোর খবর, ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ নিয়ে আর দীর্ঘসূত্রতা চাইছেন না ডিরেক্টর ডুও রাজ অ্যান্ড ডিকে।খুব শীঘ্রই নাকি নিজেদের টিম নিয়ে শহরে চলে আসবেন তাঁরা।কোথায় কোথায় শ্যুটিং চলবে, তাও ঠিক হবে তখনই।পুজোর পরই শুরু হয়ে যাবে সিরিজের শ্যুটিং,যার সিংহভাগই হবে কলকাতায়।‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ তে মনোজ বাজপেয়ী,শারিব হাসমি,শ্রেয়া ধন্বন্তরিরা তো থাকবেনই,পাশাপাশি দেখা যাবে একঝাঁক নতুন মুখ এবং টলিপাড়ার বেশ কিছু বড় অভিনেতা-অভিনেত্রীদের।
আরও পড়ুন – আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’
সূত্রের খবর,সিরিজের তৃতীয় সিজনের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছেন এমন একজন তারকা যাঁর নাম শুনলে আপনারা একটু হলেও চমকাবেন।আর কেউ নন, তিনি ‘সেক্রেড গেমস্’-এর গণেশ গাইতোন্ডে ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি।তবে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ তে কি চরিত্রে অভিনয় করবেন তিনি সেই নিয়ে কোন আপডেটই মেলেনি।সিরিজে নওয়াজের উপস্থিতি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রযোজকরা।তবে কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে সিরিজের কাস্টিং।তখন ফাইনালি জানা যাবে সত্যিই সিরিজে নওয়াজউদ্দিন কাজ করছেন কি না।একদিকে মনোজ বাজপেয়ী, অন্যদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি।অভিনেতা সত্যিই যদি সিরিজে কাজ করেন তাহলে কিন্তু সোনায় সোহাগা,তাই না?
আরও পড়ুন – অকপট নওয়াজ