১২ বছরের বিরতি ভেঙে গত বছর নতুন গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন জেমস। হ্যাঁ জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। ঈদুল ফিতর উপলক্ষে এবারও মুক্তি পাবে নগরবাউল এর গান। বাংলাদেশের এই বিখ্যাত সংগীত শিল্পী এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়।জানা গেছে গত বছর এর মত এবারেও ঈদের চাঁদ রাতে তার নতুন গানটি মুক্তি পেতে চলেছে। গানটি ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেল এ মুক্তি পাবে। গানের শিরোনাম কি হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
জেমস মানেই ভক্ত-শ্রোতাদের জন্য বাড়তি উন্মাদনা। সেই উন্মাদানাকে আরো বাড়িয়ে দিতে এবারের ঈদকে আরো বিশেষ ভাবে রাঙিয়ে তুলতে নতুন গান নিয়ে হাজির হবেন এই হার্টথ্রব গায়ক। গতবারের মতো এবারও ভক্তদের জন্য ঈদের উপহার নিয়ে হাজির হচ্ছেন রকস্টার।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।