গত ২৪শে সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা (Parineeti Chopra-Raghav Chadda)বিয়ের এক বছর পূর্ণ করেছিলেন রোমান্টিক সমুদ্র সৈকতে হেঁটে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সেসব ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। খুব সাদামাটা ভাবে নাকি তারা সেই দিনটি উদযাপন করেছিলেন। সুন্দর দম্পতির বন্ধু-বান্ধব ও তার পরিবার তাদেরকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে তুলেছিল।
সম্প্রতি অবশ্য সমুদ্রতটে ছুটি কাটাতে গিয়ে পরিনীতি-রাঘবের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ক্যামেরায় ধরা পড়েছে! সমুদ্রতটে পরনে রয়েছে বিকিনি আর শার্টলেস রাঘব।স্বামী-স্ত্রীর এমন অন্তরঙ্গ মুহূর্ত অস্বাভাবিক কিছু নয়!তাঁদের এই ছবি ভাইরাল হয়েছে! কিন্তু কেন! আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দৌলতে অন্যের শরীর জোড়া দেয়া হয়েছে। কিছুদিন আগে দক্ষিণী জনপ্রিয় নায়িকার রাস্মিকা মান্দানার ছবি ঘিরে একই রকম কান্ড ঘটেছিল। ডিপ ফেক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তথ্য এসেছিল ১ কোটি ১০ লক্ষের বেশি ডাউনলোড ও শেয়ার করা হয়েছিল রশ্মিকার ভুয়ো ভিডিয়ো। এক আইটি প্রফেশনাল বলছিলেন, রশ্মিকার ভিডিয়োটা ৮৩ শতাংশ মর্ফড। শুধু মুখটুকু নিয়ে অন্য মহিলার ছবি জুড়ে ভিডিয়োটি তৈরি হয়েছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন অমিতাভ বচ্চনও। বিগ-বি লিখেছিলেন, “এসব ঘটনায় আইনি ব্যবস্থা হওয়া দরকার। ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ সাইবার পুলিশ।” আর রশ্মিকা? আতঙ্ক কাটিয়ে উঠতেই অনেকটা সময় লেগেছিল নায়িকার। টুইটারে রশ্মিকা লিখেছিলেন, “ভয়ঙ্কর ব্যাপার। যে ভাবে প্রযুক্তির অপপ্রয়োগ হচ্ছে, তাতে হয়ত আমাদের সবারই আতঙ্কে থাকার কথা।”
এবারও আবার সেই ডিপ ফেক ছবির শিকার হলেন পরিণীতি ও রাঘব চাড্ডা। একগুচ্ছ ছবির মধ্যে দেখা যাচ্ছে তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটা। সমুদ্রতট থেকে শুরু করে নিজেদের বেডরুম পর্যন্ত।
সমুদ্রতটে অন্তরঙ্গ পরিণীতি-শার্টলেস রাঘব! সত্যি!
'এসব ঘটনায় আইনি ব্যবস্থা হওয়া দরকার'
Follow Us :