‘বাহুবলি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাসের সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। লক্ষ্য করলে দেখা যাবে বিভিন্ন সময় এই দক্ষিণী জনপ্রিয় তারকাকে কেন্দ্র করে ভক্তরা নানান কাণ্ড ঘটান। ‘বাহুবলি’ বক্স অফিসে ঝড় তোলার পর প্রভাস এখন সর্বভারতীয় নায়ক। এবার তাঁর এক ভক্ত হুমকি দিয়েছেন আত্মহত্যার। ভক্তের একটি সুইসাইড নোট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তিনি লিখেছেন,” ‘সাহো’, ‘রাধেশ্যাম’ ছবির সময় যেমনটা ঘটেছিল তাতে আশাহত হয়েছি। চলতি মাসের মধ্যে যদি ‘সালার’ ছবির এক ঝলক দেখতে না পাই তবে জেনে রাখুন আমি আত্মহত্যা করব”। প্রভাসের একনিষ্ঠ ভক্ত এই সুইসাইড নোট সকলকে চমকে দিয়েছে। একটি বহুল প্রচলিত ইংরেজি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শেষের দিকে ‘সালার’ ছবিটির শুটিং শেষ হবে। আগামী বছর মুক্তি পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।প্রসঙ্গত,দক্ষিণী সিনেমার এই সুপারস্টার এর আগেও ভক্তদের কাছ থেকে এই ধরনের আত্মহত্যার হুমকির মুখোমুখি হয়েছিলেন। প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির মুক্তি পেতে কেন দেরি হচ্ছে সেই জন্য তাঁর এক ভক্ত আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। সেবার তিনি শুধু হুমকি দেন নি অন্ধপ্রদেশের এই যুবক সুইসাইড নোট লিখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। জানিয়ে গণমাধ্যমে যথেষ্ট হইচই পড়ে গিয়েছিল। ওই যুবক সুইসাইড নোটে লিখেছিলেন, “প্রযোজক সংস্থা কে বারবার বলার পরেও ‘রাধে শ্যাম’ ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছিলেন তারা। বড় পর্দায় প্রভাসকে দেখার অপেক্ষা আর করা সম্ভব হচ্ছে না। তাই আত্মহত্যার পথ বেছে নিলাম”। এভাবেই শেষ সময় আত্মঘাতী হয়েছিলেন প্রভাসের এক অন্ধ ভক্ত।
Html code here! Replace this with any non empty text and that's it.