Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsJhargram: বেলপাহাড়িতে উধাও পাহাড়, তবু রঙিন পাহাড় দেখতে পর্যটকদের ভিড়

Jhargram: বেলপাহাড়িতে উধাও পাহাড়, তবু রঙিন পাহাড় দেখতে পর্যটকদের ভিড়

Follow Us :

বেলপাহাড়ি: এক আশ্চর্য রঙিন পাহাড়ের সারি, যা একমাত্র দেখা যায় সুদূর অস্ট্রেলিয়াতে। ঠিক সেইরকম এক পাহাড়ের খোঁজ মিলেছে আমাদের রাজ্যেও। যদিও এখন আর সেই পাহাড়ের কোনও অস্তিত্বই নেই। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের ওদলচুয়া গ্রামের অদূরে এক জঙ্গলের মধ্যেই লুকিয়ে ছিল সেই আশ্চর্য পাহাড়। লাল-নীল-গোলাপি কতই না রঙের সমাহার এখানকার পাথরে।

জেলার এক প্রত্যন্ত অঞ্চলে সেই রঙিন পাহাড়ের খোঁজ করতে এসে জানা গেল বেআইনি এক পাথর খাদানের কথা।
স্থানীয়রা জানান, বহুকাল আগে ওখানে পাথর খাদান ছিল। সেই খাদান থেকে সাদা পাথর তুলে নিয়ে যেতেন ব্যবসায়ীরা। সাদা পাথর তোলার নাম করে আস্ত পাহাড়টাকেই কেটে লোপাট করে দেওয়া হয়েছে। প্রশাসনের নজরদারির অভাবে হারিয়ে গিয়েছে আস্ত একটা পাহাড়। সেই বেআইনি খননের জেরেই পাহাড়টির নানান স্তর কঙ্কালের মতো বেরিয়ে পড়েছে। বছরভর রোদ-জল-বৃষ্টিতে কখনও ভিজে গিয়ে, আবার কখনও পুড়ে গিয়ে সেই পাথরে নানান রং ধরেছে। কালক্রমে গোটা এলাকাটি একটা রঙিন পাহাড়ের আদল নিয়েছে।

আরও পড়ুন: PM Modi Nepal: বুদ্ধপূর্ণিমায় লুম্বিনীতে মোদি, ভারত-নেপাল সম্পর্ক মজবুতে জোর

অবসরপ্রাপ্ত বন আধিকারিক সমীর মজুমদার জানান, বেলপাহাড়ির জঙ্গল লাগোয়া গ্রামের মানুষকে কাজে লাগিয়ে এই বেআইনি পাথর খাদানের ব্যবসা আজ নয়, বহুদিন ধরে চলে আসছে। বহুবার আটকানোর চেষ্টা হয়েছে। এমনকী বেআইনি জঙ্গলের গাছ,পাথর বোঝাই গাড়ি আটক করাও হয়েছে। তবুও পুরোপুরি আটকানো সম্ভব হয়নি।
সরকারি এক আধিকারিক অবশ্য জানান, রঙিন পাহাড় বলতে সেইরকম কিছু নেই। এক সময়ের বেআইনি পাথর খাদানের অবশিষ্ট অংশে নানা রং দেখা যায়।তা দেখেই পর্যটকরা নাম দিয়েছেন রঙিন পাহাড়। তা দেখতে ভিড়ও জমাচ্ছে মানুষ।

RELATED ARTICLES

Most Popular