লস এঞ্জলস : লস এঞ্জলসে এক ফ্রেমে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও রামচরণ(Priyanka Chopra Jonas & Ramcharan)।৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে(95th Academy Awards) মনোনীত হয়েছে তেলুগু তারকার ব্লকবাস্টার হিট প্যান ইন্ডিয়ান ফিল্ম ট্রিপল আর(RRR)- এর জনপ্রিয় গান নাটু নাটু(Natu Natu)।রবিবার সন্ধ্যায় অস্কার অনুষ্ঠানের মঞ্চে দর্শকাসনে উপস্থিত থাকবেন,তাই স্ত্রী উপাসনাকে নিয়ে বেশ কিছুদিন ধরে লস এঞ্জলসেই রয়েছেন রামচরণ।ট্রিপল আর ছবির তারকা এল এ তে থাকবেন আর প্রিয়াঙ্কা চোপড়ার(Priyanka Chopra Jonas) আতিথ্য গ্রহণ করবেন না, তাও আবার হয় নাকি? সদ্যই দক্ষিণ এশিয়ার সিনে সেলিব্রিটিদের জন্য বিশেষ পার্টির আয়োজন করেছিলেন বলিপাড়ার দেশি গার্ল।সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক রামচরণ।পাশাপাশি হাজির ছিলেন দক্ষিণ এশিয়ার বেশ কিছু চলচ্চিত্রশিল্পী।পিগি চোপসের জমজমাট পার্টির একঝাঁক ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন রামচরণ পত্নী উপাসনা। ক্যাপশনে তিনি লিখলেন ‘এলএ ফ্যামিলিয়া’।এক ফ্রেমে চিরঞ্জীবীপুত্র ও বলিউডের জংলী বিল্লিকে দেখে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
চলতি বছরে আন্তর্জাতিক মঞ্চে বারবার পুরস্কৃত হয়েছে ট্রিপল আর ছবির গান নাটু নাটু।গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা গানের পুরস্কার হাতে তুলে নিয়েছেন জনপ্রিয় এই গানের সুরকার এমএম কিরাবানি।৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে নাটু নাটু-র এমনটাই বলছেন বিশ্বের তাবড় তাবড় ফিল্ম ক্রিটিক্সরা।তাই সেই বিশেষ মূহুর্তের সাক্ষী থাকতে স্ত্রী উপাসনাকে নিয়ে লস এঞ্জলসেই রয়েছেন ট্রিপল আর ছবির অন্যতম অভিনেতা রামচরণ।অনুষ্ঠানে তিনি ছাড়াও থাকবেন জুনিয়র এনটিআর ও পরিচালক এস এস রাজামৌলি সহ ছবির অন্য তারকারাও।সম্প্রতি অস্কারের অনুষ্ঠানে আগত দক্ষিণ এশিয়ার অতিথিদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।লস এঞ্জলসের প্যানোরমা স্টুডিওতে হল সেই পার্টি।পিগি চোপসের পার্টিতে সস্ত্রীক এসেছিলেন অভিনেতা রামচরণ।সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram