কলকাতা: আদরের ছোটো মেয়ে এখন টলিপাড়ার ‘ফাটাফাটি’ অভিনেত্রী। কিন্তু মায়ের কাছে তিনি এখনও ‘আদরের পলিনিয়া’। আর টলিপাড়ার জনপ্রিয় নাম ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বুধবার জীবনের নতুন বছরে পা রাখলেন অভিনেত্রী। জন্মদিনে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ উপহার দিলেন অভিনেত্রীর মা শতরূপা সান্যাল।
আরও পড়ুন: শিলাজিতকে বাহুডোরে আগলে স্বস্তিকা
মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়া একটি বিশেষ পোস্ট করেছেন পরিচালক শতরূপা সান্যাল (Satarupa Sanyal)। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীর ছোটোবেলার একটি মিষ্টি ছবি দেখা গেল শতরূপার পোস্টে। সঙ্গে মেয়েকে নিয়ে লিখেছেন বিশেষ কবিতা। কবিতার নাম ‘মা’।
কবিতার শেষে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে শতরূপা লিখেছেন, “শুভ জন্মদিনের স্নেহাশিস হামি নিও, সোনা মা! মানুষ হিসেবে অনেক বড় হতে হবে, সত্যিকারের শক্তিরূপিনী, স্নেহদায়িনী হতে হবে, এই আশীর্বাদ করি।” পছন্দের অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মায়ের পোস্ট মন ছুঁয়েছে নেটিজেনদের।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর