মুম্বই: শাহরুখ-দীপিকার ‘পাঠান'(Sharukh-Deepika’s Pathan) নিয়ে সারা ভারতে তৈরি হয়েছে চরম বিতর্ক(Controversy)। চড়েছে রাজনৈতিক রঙও। তার মধ্যেই মুক্তি পেল ‘পাঠান’ এর ট্রেলার(Pathan Trailer)। যেখানে প্রাধান্য পেয়েছে ছবির অন্যতম অভিনেতা জন আব্রাহাম(John Abraham as terrorist)। ছবিতে ভয়ংকর টেরোরিস্ট এর ভূমিকায় দেখা যাবে জনকে। সন্ত্রাসবাদীদের অন্যতম মাথা জন আব্রাহামকে ধ্বংস করার জন্যই ডাক পড়ে পাঠানের অর্থাৎ শাহরুখের।
ছবিতে দীপিকাকে দেখা যাবে সন্ত্রাস দমনকারী যোদ্ধা হিসেবে। বলিউড ছবির নতুন ট্রেন্ড অনুযায়ী নায়কদের পাশাপাশি সমান গুরুত্ব দেওয়া হচ্ছে ভিলেনদেরও। জনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়াকেও(Dimple Kapadia)।
আরোও পড়ুন : Shah Rukh Khan & Angelina Jolie: একসঙ্গে শাহরুখ- অ্যাঞ্জেলিনা, মুহূর্তে ভাইরাল ছবি
ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি নিয়ে নতুন করে হইচই পড়েছে নেট দুনিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শেয়ার করেছেন ‘পাঠান’ এর ট্রেলার শাহরুখ নিজে।ছবি সেন্সর নিয়েও যথেষ্ট জল ঘোলা হয়েছে। ছবির ‘বেশরম রং'(Besharam Rong song) গানকে ঘিরেই মূলত বিতর্ক দানা বেধেছিল। যেখানে দীপিকার পরনে গেরুয়া বিকিনি(Saffron bikini) দেখে ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছিল। সেন্সর বোর্ডের তরফ থেকে নাকি এই বিশেষ ‘রং’ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও কিছু পরিবর্তনের কথা বলা হয়েছিল। অনুরাগীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া শাহরুখ লিখেছেন,’অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ এইবার পাঠানের মেহফিলে এসে যাও’।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিন। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।