কিছুদিন আগেই জানা গিয়েছে দীর্ঘ ১৭বছর পর পরিচালনায় ফিরছেন পরিচালক রাজীব রাই।ত্রিদেব থেকে বিশ্বাত্মা,মোহরা থেকে গুপ্ত,একসময় একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিলেও বিগত ১৮বছরে আর ছবি তৈরি করেননি রাজীব।তবে সদ্যই একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ত্রিদেব-এর রিমেক করতে চলেছেন পরিচালক।১৯৮৯সালে মুক্তি প্রাপ্ত ত্রিদেব ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ,জ্যাকি শ্রফ ও সানি দেওল।তবে গুঞ্জন শোনা গিয়েছে রিমেকের জন্য সলমন খানকেই বেছে নিয়েছিলেন রাজীব রাই।ভাইজানের সঙ্গে একপ্রস্থ কথাও হয়ে গিয়েছে তাঁর।সম্প্রতি ত্রিদেব-এর রিমেক প্রসঙ্গে মুখ খুলেছেন রাজীব।তিনি জানিয়েছেন,ত্রিদেব-এর রিমেক করতে এখন একটুও উৎসুক নন তিনি।সলমনের সঙ্গে বেশ কয়েক বছর আগে অন্য একটি ছবি নিয়ে আলোচনা সেরেছিলেন রাজীব।কিন্তু দেব-এর রিমেক নিয়ে আগ্রহী সল্লুমিঞা।ছবির সহপ্রযোজনা করতেও রাজি তিনি।তবে কি খুব শীঘ্রই তৈরি হতে চলেছে ত্রিদেব-এর রিমেক?পরিচালক সাফ জানাচ্ছেন,তাঁর কাছে অনেক নতুন গল্প আছে তাই পুরনো ছবির রিমেক করার এখনই কোন পরিকল্পনা নেই।কামব্যাক ফিল্মে কি সলমনকেই লিড রোলে কাস্ট করবেন রাজীব? মুচকি হেসে পরিচালক বলছেন,অনেক কিছুই চলছে।তবে সবকিছুই ক্রমশ প্রকাশ্য।
Html code here! Replace this with any non empty text and that's it.