টিআরপি লড়াইয়ে ধারাবাহিক ‘গাঁটছড়া’ বেশ এগিয়ে আছে। চলছে টানটান পর্ব। কোন দিকে মোড় নেবে ধারাবাহিক ‘গাঁটছড়া’ তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। খড়ির হাত ধরে সিংহ রায় পরিবারে এক নতুন স্বপ্নের আলো। তিন বোনের জীবনের রং পাল্টেছে। তিন বোনের জীবন নিয়ে চলছে টানটান পর্ব। কোন পথে এভাবে গল্প! ধারাবাহিকের নতুন মোড়। জীবন যুদ্ধের এই লড়াইয়ে তিন বোন কি পারবে নতুন করে ঘুরে দাঁড়াতে! তৈরি হওয়া সমস্যার সমাধান করতে! পরিবারের ভিতরের ছবিটা আবার একেবারে অন্যরকম। সমস্ত পরিস্থিতি বদলে যেতে পারে একজন মানুষের জন্য। সেটি জানতেই ‘গাঁছছড়া’র আগামী টানটান পর্বে চোখ রাখতে হবে। এই ধারাবাইকে ছোট পর্দার জনপ্রিয় মুখ সোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায় অবশ্যই অন্যতম আকর্ষণ। এছাড়াও অনিন্দ চট্টোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্যকে দেখা যাবে। ধারাবাহিকের নাম ‘গাঁড়ছড়া’ হলেও বিয়ের কোন দৃশ্য নেই। পুরো ধারাবাহিকেই থাকবে সম্পর্কের বিভিন্ন টানাপোড়ন।
Html code here! Replace this with any non empty text and that's it.