skip to content
Sunday, February 9, 2025
HomeScrollকেন 'ভুলভুলাইয়া'র সিক্যুয়ালে নেই অক্ষয়, আক্কি কি বলছেন!
Akshay Kumar

কেন ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়ালে নেই অক্ষয়, আক্কি কি বলছেন!

‘... মুঝে নিকাল দিয়া থা'

Follow Us :

ওয়েব ডেস্ক: বিগত বেশ কয়েক বছর ধরে ‘ভুলভুলাইয়া’ সিক্যুয়ালে(Bhoolbhulaiya sequel) অক্ষয় কুমারের অভিনয় করা নিয়ে নানান অনিশ্চয়তা দর্শকদের নজরে পড়েছে।

‘ভুলভুলাইয়া’ ছবির সাফল্যের পর তারই সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া ২’ তৈরি হলেও ছবির নায়ক অক্ষয়ের জায়গা হয়নি সেই ছবিতে। যা নিয়ে অক্ষয় ভক্তদের ছিল নানান অভিযোগ। জানিয়ে ছবির পরিচালক অনীশ বাজমি মুখ খুলে ছিলেন।

আরও পড়ুন: শিবাজির স্ত্রীর রূপে প্রথম লুকেই নজরকাড়া রশ্মিকা
ছবির নায়ক হতে অনেক বেশি টাকা পারিশ্রমিক হেঁকে বসেছিলেন ‘খিলাড়ি’, যার জন্য বাদ দিতে হল তাঁকে? নাকি অন্য কোনও কারণে বনিবনা হয়নি? কোনও প্রশ্নেরই জবাব অবশ্য মেলেনি।

২০০৭ সালের মুক্তি প্রাপ্ত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া’। এই ছবিটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছিল যে পরবর্তীকালে এর আরও দুটি স্যিকুয়াল এসেছে। তবে এই ছবিগুলিতে দেখা মেলেনি অক্ষয়ের। তাঁর পরিবর্তে নজর কেড়েছিলেন কার্তিক আরিয়ান।

এক অনুষ্ঠানে নায়কের এক গুণমুগ্ধ ভক্ত জানিয়েছেন যে, অক্ষয় ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’-এ না থাকার কারণে তিনি নাকি এই দুটি ছবি দেখেননি। এই কথা শুনে অক্ষয় অকপটে বলেন, ‘বেটা, মুঝে নিকাল দিয়া থা’।

দেখুন অন্য খবর

 

RELATED ARTICLES

Most Popular