Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকClouds | Bacteria | আকাশের ঘন কালো মেঘে রয়েছে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া!

Clouds | Bacteria | আকাশের ঘন কালো মেঘে রয়েছে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া!

Follow Us :

নয়াদিল্লি: গরমে মেঘ দেখলে মন ভালো হয়ে যাচ্ছে! বৃষ্টি শুরু হওয়ার আগে মেঘ মানুষের মনে এক আলাদা অনুভূতি জাগায়। মেঘ (Clouds) নিয়ে বহু কবি নানান উপমা দিয়ে সুন্দর সুন্দর কবতা লিখে গেছেন, এখনও লেখা হচ্ছে। মেঘলা আকাশ হলে মনটা অনেকেরই নেচে ওঠে। বিশেষ করে বাঙালিরা অনেকেই মেঘ দেখে হয়তো দুকলি গান গেয়ে ওঠেন, আবার অনেকের মনটা খাই খাই করে ওঠে। এই গরমে মেঘ আমদের মনে বেশ স্বস্তি দিচ্ছে। তবে এই মেঘ যে সব সময় আনন্দের তা কিন্তু নয়। বিজ্ঞানীরা (Researchers) যাচ্ছে এই মেঘই আপনার জীবনে অসনি সংকেত নিয়ে আসতে পারে।  

সম্প্রতি কানাডিয়ান এবং ফরাসি গবেষকদের একটি দল মেঘ নিয়ে গবেষণা করেন। তাঁদের গবেষণার রিপোর্টে দেখা গিয়েছে, দিগন্তের কালো মেঘগুলি ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া (Bacteria) বহন করে। যে ব্যাকটেরিয়াগুলি সাধারণত গাছে পাতায় এবং মাটিতে বাস করে। সে গুলি আকাশে কালো মেঘ করলে বায়ুর সঙ্গে ওই মেঘের মধ্যে বাসা বাধে এবং সেখানে তারা নিজেদের আরও বংশ বিস্তার করে।

আরও পড়ুন : Health Tips: ওষুধ ছাড়াই বশে থাকবে সাইনাস, ভরসা রাখুন এইসব ঘরোয়া টোটকায়  

গবেষণার রিপোর্টটি মার্চ মাসে দ্য টোটাল এনভায়রনমেন্ট জার্নাল সায়েন্সে প্রকাশিত হয়। কুইবেক সিটির লাভাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ফ্রান্সের ক্লারমন্ট অভারগেন ইউনিভার্সিটির গবেষকরা মেঘের নমুনায় পাওয়া ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জিন খুঁজে পেয়েছেন।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের অক্টোবরের মধ্যে ফ্রান্সের একটি সুপ্ত আগ্নেয়গিরি পুয়ে দে ডোম থেকে নমুনাগুলি সংগ্রহ করা হয়। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৪৬৫ মিটার (৪,৮০৬ ফুট) উপরে অবস্থিত। সংগ্রহ করা ওই মেঘ থেকে প্রতি মিলিলিটার মেঘের জলে ৩৩০ থেকে ৩০,০০০ এরও বেশি ব্যাকটেরিয়া মিলেছে। 
 
বিজ্ঞানী রসি জানিয়েছেন, বায়ুমন্ডল ব্যাকটেরিয়ার জন্য বেশ চাপের, আমরা যে মেঘ থেকে যে ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছি তাদের বেশিরভাগটাই পরিবেশগত ব্যাকটেরিয়া। তবে তিনি জানিয়েছেন এই ব্যাকটেরিয়াগুলি মানুষের (Humans) জন্য ক্ষতিকারক (Harmful) নয়। তাই মেঘ দেখে ভয় পয়াওয়ার বা বৃষ্টিতে ভিজতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। 

RELATED ARTICLES

Most Popular