Friday, July 4, 2025
Homeআন্তর্জাতিককোভিডের নয়া প্রজাতির হানা, কড়া নজরদারি হু'য়ের

কোভিডের নয়া প্রজাতির হানা, কড়া নজরদারি হু’য়ের

Follow Us :

নয়াদিল্লি: ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona)! নতুন এক স্ট্রেনের জেরে ফের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা গিয়েছে, দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনেরই (Omicron) নতুন ভ্যারিয়েন্ট সেটি। ইজি.৫.১ (EG.5.1) নামের এই ভাইরাসকে ডাকা হচ্ছে এরিস নামে। আপাতত ব্রিটেনে তার প্রভাব শুরু করেছে সেটি। আর এতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন অনেকেই।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-সম্পর্কিত ব্যাপারে একটা নতুন রিপর্ট পেশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, সব দেশ যাতে কোভিড-সম্পর্কিত তথ্য দ্রুত জমা দেয়। ওই তথ্যের ওপর যাতে তারা নজরদারি করা যেতে পারে। মূলত এই কোভিডের ক্ষেত্রে মৃত্যুহার কেমন সেটাও দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন-সংক্রান্ত ব্যাপারেও কোথাও কোনো ঘাটতি রয়েছে কি না সেটা দেখতে বলা হয়েছে।

আরও পড়ুন: Talk on Facts | মার্দাকর্ষণ শক্তি কাজ করে না পৃথিবীর এই সমস্ত জায়গায় 

কোভিড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি আগের তুলনায় অনেকটাই কমেছে। এখন রাস্তাঘাটে আর সেভাবে কোভিড প্রটোকল মানার প্রবণতা নেই। কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্য়া ক্রমশ কমেছে। তার সঙ্গেই কোভিড নিয়ে উদ্বেগও কমেছে ক্রমশ। তবে এবার হুয়ের নতুন নির্দেশিকা অনুসারে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্য়ে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আদহানম ঘেবরেসাস জানিয়েছেন, এটা আরও ভয়াবহ প্রজাতি। এর ঝুঁকি আরও বেশি। এর জেরে রোগের প্রকোপ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে মৃ্ত্যুর সংখ্য়া ক্রমশ বাড়তে পারে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39