Placeholder canvas

Placeholder canvas
Homeদেশশিবসেনা বিধায়কের ছেলের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

শিবসেনা বিধায়কের ছেলের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

Follow Us :

মুম্বই: মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে গোষ্ঠীর শিবসেনা বিধায়ক প্রকাশ সার্ভের পুত্রের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠল। এক মিউজিক ফার্মের সিইওকে বন্দুক দেখিয়ে অপহরণ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মুম্বইয়ে (Mumbai) বুধবার এই ঘটনা ঘটে। গ্লোবাল মিউজিক জাংশনের সিইও রাজকুমার সিং (Rajkumar Singh) তাঁর অভিয়োগে লিখেছেন, ১৫ জনের একটি দল গোরেগাঁওয়ে তাঁর অফিসে যায়। বন্দুক দেখিয়ে একটি গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। রাজকুমার সিংকে বিধায়ক প্রকাশ সার্ভের (Prakash Surve) অফিসে নিয়ে যাওয়া হয়। যিনি শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীর বিধায়ক। মুম্বই শহরতলির দহিসার পূর্ব এলাকার ইউনিভার্সাল স্কুলের সামনে ওই ঘটনা ঘটে। 

অভিযোগপত্রে রাজকুমার সিং জানিয়েছেন, এমএলএ অফিসে আইনি কাগজে সই করতে বাধ্য হন তিনি। এমলএ-র ছেলে রাজ সার্ভে (Raj Surve) ও অন্যান্যদের বিরুদ্ধে বানরাই থানায় (Vanrai PS) অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর অনুযায়ী, রাজকুমার সিংয়ের কোম্পানির ব্যবসা হচ্ছে মিউজিক কোম্পানিগুলিকে ঋণ দেওয়া। ডিজিটাল ও ওটিটি স্বত্বের ভিত্তিতে এই ঋণ দেওয়া হয়। সিং জানিয়েছেন, মনোজ মিশ্র্র মিউজিক কোম্পানির সঙ্গে তাঁর এক বছরের চুক্তি ছিল। মনোজ তাঁর ঋণ শোধ করেননি। মনোজ তাঁকে হেনস্তা করেছেন। চুক্তিপত্র বাতিলে সই করতে বাধ্য করেছেন। রাজ সার্ভে তাঁকে মনোজ মিশ্রের সঙ্গে সমঝোতায় আসতে বলেন। রাজ সার্ভের কথামতো যারা আমাকে ওই অফিসে নিয়ে এসেছে একটি বিল্ডিংয়ের দোতলায় নিয়ে যায়। সেসময় আমি পুলিশের কাছে থেকে ফোন কল পাচ্ছিলাম। যারা আমার সঙ্গে ছিল তারা আমাকে বলে পুলিশকে বলতে যে আমি এমএলএ প্রকাশ সার্ভের অফিসে রয়েছি। 

আরও পড়ুন: নির্দল জয়ী প্রার্থীদের দলে যোগদান নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল 

তিনি আরও বলেন, পরবর্তীতে আমাকে ১০০ টাকার স্ট্যাম্প পেপার দেওয়া হয়। বলা হয় চুক্তপত্র বাতিলে সই করতে। এটাও বলে যদি আমি কাউকে এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। প্রথমে আমি চাপের মুখে হতাশ হয়ে পড়ি। পরবর্তীতে ধাতস্থ হয়ে পরিবারের ও অফিস কর্মীদের সমর্থন পেয়ে পুলিশে অভিযোগ জানায়। 

RELATED ARTICLES

Most Popular