ওয়ারশ: ইউক্রেন সীমান্ত থেকে পোল্যান্ডের ওয়ারশ (Warsaw City) শহরের দূরত্ব বড় জোর ৬০ মাইল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হলে, যে কোনওসময় পোল্যান্ডের সীমানাতে গিয়েও পড়তে পারে। রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine Crisis) মধ্যে চলা যুদ্ধের এই চরম উত্তেজনার মধ্যে শনিবার ওয়ারশে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার (Polish President Andrzej Duda meets Joe Biden) সঙ্গে বৈঠক করলেন জো বাইডেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আন্দ্রেজ দুদার এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বেধেছে ২৪ ফেব্রুয়ারি। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের জেরে ৩৫ লক্ষের বেশি ইউক্রেনীয় ঘরছাড়া। এই ঘরছাড়া ইউক্রেনীয়দের বড় অংশের আশ্রয়দাতা পোল্যান্ড। ২২ লক্ষের বেশি শরণার্থী সেখানে রয়েছে। কোনওরকম কুণ্ঠা না-করে প্রতিবেশী রাষ্ট্রের শরণার্থীদের আশ্রয় দেওয়ায় পোল্যান্ডকে কুর্নিশ জানান বাইডেন। শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সাহায্য আমেরিকা পাঠাবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
Today, I met with Ukraine’s Minister of Foreign Affairs and Minister of Defense — and with Polish President Andrzej Duda. I’m visiting a refugee site to see our humanitarian efforts. Tonight, I’m delivering remarks on our commitment to a future rooted in democratic principles.
— President Biden (@POTUS) March 26, 2022
এ দিন মার্কিন প্রেসিডেন্ট ওয়ারশে পৌঁছলে, তাঁকে অভ্যর্থনা জানান আন্দ্রেজ দুদা। দুই রাষ্ট্রনেতা ১৫ সেকেন্ড ধরে করমর্দন করে, পারস্পরিক কুশল বিনিময় করেন। পরে, সামরিক ব্যান্ড বাজিয়ে অভিবাদন জানানো হয় মার্কিন প্রেসিডেন্টকে। ইউক্রেন থেকে আসা শরণার্থীদের ‘অতিথি’ বলে উল্লেখ করেন আন্দ্রেজ দুদা। তাঁর কথায়, ‘আমরা ইউক্রেনীয়দের অতিথির চোখেই দেখি। ওঁরা আমাদের ভাই। প্রতিবেশী। আমাদের কাছে শরণার্থী নন।’
Warsaw #Poland, where President Biden is tonight. pic.twitter.com/W12aafkgV7
— Ostap Yarysh (@OstapYarysh) March 25, 2022
আন্দ্রেজ যে অতিরঞ্জিত কিছু বলেনি, তা বোঝা যায় পোল্যান্ডবাসীর আন্তরিকতায়। শরণার্থীদের জন্য অনেকেই নির্দ্বিধায় নিজের বাড়ির দরজা খুলে দিয়েছেন। পোল্যান্ড সরকার শরণার্থী শিশুদের সে দেশের স্কুলে পড়ার ব্যবস্থাও করেছে। ইতিমধ্যে ৯০ হাজার ইউক্রেনীয় শিশুর নাম নথিভুক্ত হয়েছে। কয়েক জন শরণার্থীর সঙ্গেও কথা হয়েছে বাইডেনের।
Today, I met with Polish President Andrzej Duda in Warsaw. I thanked him and the people of Poland for opening their homes and hearts to their neighbors in need. And we discussed our shared commitment to support the people and government of Ukraine. pic.twitter.com/bxKnkAGi6J
— President Biden (@POTUS) March 26, 2022
আরও পড়ুন: Airport Authority Of India: ২৭ মার্চ থেকে দেশে চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল
দু-দিন আগেই আন্দ্রেজ দুদা আশঙ্কা ব্যক্ত করে বলেছিলেন, যে কোনও সময় পোল্যান্ডেও হামলা চালাতে পারে রাশিয়া। তার পরেই জো বাইডেনের পোল্যান্ড সফর তাত্পর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা। রাশিয়া বিরোধী জোট মজবুত করাই লক্ষ্য বাইডেনের। প্রেসিডেন্ট ছাড়াও পোল্যান্ডের বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন বাইডেন।
I visited Ukrainian refugees who have fled to Poland this afternoon. You don’t need to speak the same language to feel the roller-coaster of emotions in their eyes. I want to thank my friend Chef José Andrés, his team, and the people of Warsaw for opening your hearts to help. pic.twitter.com/VU3Oe0EXAL
— President Biden (@POTUS) March 26, 2022