কলকাতা: মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে বলে সতর্ক করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সিআইএ প্রধান লিওন প্যানেটা। তিনি বলেন, ইজরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলিই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে কি না। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
ইরান-ইজরায়েলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্যানেটা বলেন, বর্তমানে দু’পক্ষের তরফেই কঠোর জবাবের কথা বলা হচ্ছে। কিন্তু আসল বিষয়টি হল সামরিক পদক্ষেপ কীভাবে পরিচালিত হবে। ইজরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কি না, নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে, সেটিই মূল প্রশ্ন। যদি তারা সর্বাত্মক আক্রমণে যায়, তবে ইরানও পাল্টা জবাব দেবে।
আরও পড়ুন: ইরানকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে আইডিএফ
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে প্যানেটা বলেন, এটি বোঝা কঠিন ইজরায়েলের বর্তমান সরকার আসলে কী চায়। গত ৭০ বছরে ইজরায়েল সামরিকভাবে কখনওই তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি।
দেখুন আরও অন্যান্য খবর: