কলকাতা: মালয়েশিয়ার গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস (GISB) এক ইসলামিক ব্যবসায়িক নেটওয়ার্ক। বিশ্ব জুড়ে বিভিন্ন ধরনের রমরমা ব্যবসা তাদের। কিন্তু এটা শুধু উপর উপর পরিচয়, সবার চোখের আড়ালে এ ছিল আসলে শিশুদের যৌন নির্যাতনের আখড়া। এতদিন পর সমস্ত কুকীর্তি ফাঁস হয়েছে সংস্থাটির।
শিশু নির্যাতনের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে সেপ্টেম্বর মাসে। জিআইএসবি পরিচালিত অনাথ আশ্রমগুলি থেকে ৪০০-র বেশি শিশু উদ্ধার করে পুলিশ। মালয়েশিয়া পুলিশের (Malaysia) প্রধান রাজারুদ্দিন হোসেন জানান, তাদের মধ্যে অন্তত ১৩টি অনূর্ধ্ব-১৭ শিশু-কিশোর যৌন নির্যাতনের শিকার হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে ওই আশ্রমগুলিকে ‘হাউসেস অফ হরর’ বা ‘আতঙ্কের আশ্রম’ আখ্যা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ছাত্রলিগকে নিষিদ্ধ ঘোষণা করল ইউনুসের সরকার!
দক্ষিণ এশিয়ার (South Asia) মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে অন্তত ১০০টি এরকম ‘অনাথ আশ্রম’ চালাচ্ছিল ওই সংস্থা। সেখানে এক বছর বয়সি থেকে শুরু করে নানা বয়সের শিশু-কিশোরদের রাখা হত। ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের উপর চলত অকথ্য নির্যাতন।
এ পর্যন্ত ৬২৫ শিশু-কিশোরকে উদ্ধার করা হয়েছে এবং বিরাট পুলিশি ধরপাকড়ের পর গ্রেফতার করা হয়েছে ৪১৫ জনকে। অপরাধী দলের সদস্য হিসেবে জিআইএসবি সংস্থার প্রধান নাসিরুদ্দিন আলি, তাঁর স্ত্রী আজুরা ইউসোফ এবং ২০ জন উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অপরাধমূলক ভীতি-প্রদর্শন এবং শিশু নির্যাতনের দায়ে গ্রেফতার হয়েছে আরও বহু। ১০টি দেশ মিলিয়ে সংস্থাটির লক্ষ লক্ষ ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।
দেখুন অন্য খবর: