Saturday, July 5, 2025
HomeScrollফের দিল্লির বাতাসে বিষ, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ইন্ডিয়া গেট
Delhi Air Pollution

ফের দিল্লির বাতাসে বিষ, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ইন্ডিয়া গেট

বুধবার দিল্লির বাতাসের গুণগত মান প্রতি কিউবিক মিটারে পৌঁছেছে ৩৪৪ মাইক্রোগ্রামে

Follow Us :

নয়াদিল্লি: ফের রাজধানীর বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি। দীপাবলি আসতে এখনও বাকি কয়েকটা দিন ৷ তার আগেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে ৷ বুধবার দিল্লির বাতাসের গুণগত মান প্রতি কিউবিক মিটারে পৌঁছেছে (IQAir) ৩৪৪ মাইক্রোগ্রামে। যা খুবই খারাপ পর্যায়ে ৷ একইসঙ্গে যমুনা নদীর উপর বিষাক্ত সাদা ফেনার পাশাপাশি ইন্ডিয়া গেট ঢেকে গিয়েছে বিষাক্ত ধোঁয়ায়। সবমিলিয়ে প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে এই দূষণ ৷

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট অনুযায়ী, আইকিউএয়ার-এর মাত্রা খারাপ হিসেবে ধরা মানে শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় সাধারণ মানুষের ৷ সেই মাত্রা যদিও আরও খারাপের পর্যায়ে পৌঁছয় তাহলে তা হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে বলে দাবি চিকিৎসকদের ৷

আরও পড়ুন: নিরাপদ স্থানে সরানো হল ৯ জেলার ৩ লক্ষ মানুষকে

প্রতিবছর দীপাবলির সময় থেকেই দিল্লির বাতাসে দূষণের পরিস্থিতি শুরু হতে থাকে। কিন্তু চলতি বছর দীপাবলির আগেই রাজধানীর এই পরিস্থিতি অনেকটাই চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। ইতিমধ্যে দূষণ রোধে বেশকিছু প্রস্তুতি নিয়েছে দিল্লি সরকার। সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী অতিশী এবং পরিবেশমন্ত্রী গোপাল রাই দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। চলতি মাসেই সবুজবাজি থেকে শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। দূষণ ঠেকাতে ৯৯টি দল গঠন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২০০টি অ্যান্টি স্মগ গান। কিন্তু তারপরও এই দূষণ থেকে রক্ষা পাচ্ছেন না দিল্লিবাসী ৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39