কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে গত পরশু বুধবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর আগে আট মাস আগে শেষ বার অগ্নুৎপাত হয়েছিল। অগ্নুৎপাত শুরু হওয়ায় জারি হয়েছে সতর্কতা। আইসল্যান্ডের হাওয়া অফিস স্থানীয়দের সতর্ক থাকতে বলেছেন। যাতে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা যায়, সে জন্য প্রশাসন-পুলিসকে সতর্ক করা হয়েছে।
আগ্নেয়গিরিটি রাজধানী রেকজাভিকের প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। অঞ্চলটি জনবসতিহীন উপত্যকা হলেও আইসল্যান্ডের আন্তর্জাতিক বিমান ট্রাফিক হাব ‘কেফ্লাভিক বিমানবন্দর’ থেকে খুব বেশি দূরে নয়। যদিও, অগ্নুৎপাতের সময় বিমানবন্দর খোলা ছিল, বিমান চলাচলে কোনও ব্যাঘাত সৃষ্টি হয়নি।
এই এলাকায় ২০২১ সালে আগ্নেয়-বিস্ফেরণ হয়েছিল। সে সময় কয়েক মাস ধরে লাভা প্রবাহ তৈরি হয়েছিল। যা দেখতে লাখো মানুষ ভিড় জমিয়েছিলেন। আইসল্যান্ড দ্বীপটি উত্তর আটলান্টিকের একটি আগ্নেয়গিরি হটস্পটের উপরে অবস্থিত। পরিসংখ্যান বলছে, গড়ে প্রতি চার থেকে পাঁচ বছরে একটি অগ্ন্যুৎপাত হয় সেখানে।