Friday, July 4, 2025
HomeBig newsওয়াকফ বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে কংগ্রেস

ওয়াকফ বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে কংগ্রেস

এক্স হ্যান্ডলে ওয়াকফ বিল নিয়ে কী জানালেন জয়রাম রমেশ?

Follow Us :

ওয়েবডেস্ক: ওয়াকফ বিল (Waqf Bill) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছে কংগ্রেস (Congress)। শুক্রবার কংগ্রেস জানিয়েছে, তারা ওই বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানাবে। অনেক বিতর্কের পর লোকসভায় মাঝ রাতে পাশ হয় ওই বিল।  শুক্রবার রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ বিল। বিলকে আইনে পরিণত করতে এখন রাষ্ট্রপতির অনুমতি দরকার। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪কে শীঘ্রই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হবে। আমরা নিশ্চিত সংবিধানের উপর মোদি সরকারের সব হামলাকে আমরা প্রতিহত করতে পারব।

রাজ্যসভায় এদিন ওয়াকফ বিলের পক্ষে ১২৮টি ভোট পড়ে। বিরুদ্ধে ৯৫টি ভোট পড়ে। এর আগে লোকসভাতে বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮ জনের। বিরুদ্ধে ভোট পড়ে ২৩২ জনের। যৌথ সংসদীয় কমিটির সুপারিশ মেনে এই বেল পেশ করা হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্বস্তি ডিএলএডের প্রশিক্ষণরত প্রার্থীরা

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39