Wednesday, July 2, 2025
HomeScrollমা হলেন কোয়েল মল্লিক
Koyel Mallick

মা হলেন কোয়েল মল্লিক

জন্ম দিলেন কন্যা সন্তানের

Follow Us :

কলকাতা: বাঙালি তারকাদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। ভালো অভিনেত্রী যেমন তিনি, ঠিক তেমনভাবেই ভালো মেয়ে, ভালো স্ত্রী এবং ভালো মা বলেও তাঁর পরিচিতি। ১ ফেব্রুয়ারি, ২০১৩ সালে পাঞ্জাবি ব্যবসায়ী নিসপাল সিং বিয়ে করেন অভিনেত্রী। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁর সঙ্গেই বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী। এবছর দুর্গোৎসবের সময় নিজেই ফেসবুক পোস্ট করে অভিনেত্রী জানান, ‘বড় হচ্ছে পরিবার। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’ দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি বলে জানান অভিনেত্রী। আর এবার আজ অর্থাৎ ১৪ ডিসেম্বর মা হলেন অভিনেত্রী। জন্ম দিলেন কন্যা সন্তানের। আর সেই কথা ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন অভিনেত্রীর স্বামী নিসপাল সিং।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

২০২০ সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম হয়। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নেন কোয়েল। এক ফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাঁদের সন্তানকে। এ বার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নায়িকা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39