Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMamata Banerjee: দাম বেড়ছে সবকিছুর, কমেছে সৌজন্যের দাম, কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: দাম বেড়ছে সবকিছুর, কমেছে সৌজন্যের দাম, কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Follow Us :

কলকাতা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি বলেন, টোল থেকে ঢোল, সব জিনিসের দাম বেড়েছে। শুধু সৌজন্যের দাম কমেছে। এটুকুই বলে গেলাম। যা বোঝার বুঝে নিন।

মুখ্যমন্ত্রী বলেন, রাতারাতি ৮০০ ওষুধের দাম বেড়ে গিয়েছে। দাম বেড়েছে গ্যাস-সহ সমস্ত জ্বালানির। অথচ কেন্দ্রের কোনও হেলদোল নেই।

এই মুহূর্তে রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। ভোজ্য তেল-সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই গত কয়েকমাসে দাম চড়েছে বহুগুণ। অথচ মানুষের আয় সেভাবে বাড়েনি। গত দুবছরের করোনা পর্বে গোটা দেশে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে। দেশে কর্মসংস্থানের হালও খুব খারাপ। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন: Sedition Law: দেড়শ বছরের পুরনো ব্রিটিশ আইন, রাষ্ট্রদ্রোহের মামলা বেড়েছে মোদি জমানায়

এই অবস্থায় বুধবার ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশে ইতিমধ্যেই রাজ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন। তিনি জানিয়ে দিয়েছেন, এই ইস্যুতে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিন গুয়াহাটিতে দলের এক সভাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular