Thursday, July 3, 2025
HomeকলকাতাDurga Puja Rally: বেলা ২টোয় শুরু পুজোর মহামিছিল, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

Durga Puja Rally: বেলা ২টোয় শুরু পুজোর মহামিছিল, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

Follow Us :

কলকাতা: বাংলার দুর্গাপূজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির ঘোষণা গত বছরই হয়ে গিয়েছে। আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি মেলায় ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর জন্য আজ বৃহস্পতিবার শহরের রাস্তায় বর্ণাঢ্য মহামিছিলের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। বেলা দুটোয় জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে রেড রোডে। মিছিলে পা মেলাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অভিনেত্রী, খেলোয়াড়রাও থাকেবেন মুখ্যমন্ত্রীর পাশে।

সে কারণে শহরের ২১টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। যে যে রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে সেগুলি হল, ভূপেন বোস অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, মহাত্মা গান্ধী রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, মেয়ো রোড, আউট্রাম রোড, আর আর অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড, ডাফরিন রোড হসপিটাল রোড, খিদিরপুর রোড। ইতিমধ্যে যান নিয়ন্ত্রণের কাজ শুরুও হয়ে গিয়েছে। বেলা ১টা থেকে বন্ধ হয়ে যাবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের যান চলাচল। মিছিলের প্রস্তুতিও একেবারে শেষপর্বে। বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, পুজো কমিটি জোড়াসাঁকোর দিকে রওনা দিয়েছে। মহামিছিল যেসব রাস্তা দিয়ে যাবে তার দুপাশ হোর্ডিংয়ে ছেয়ে দেওয়া হয়েছে। সেই হোর্ডিংয়ে রয়েছে দুর্গা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। 

বুধবারও মু্খ্যমন্ত্রী এই মহামিছিলে দলমতনির্বিশেষে সকলকে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। মিছিলে যোগ দেওয়ার জন্য স্কুল, কলেজ, অফিস, আদালতও বেলা ১২টায় ছুটি হয়ে গিয়েছে। প্রায় ১৩৫টি পুজো কমিটির উদ্যোক্তারা এই মিছিলে অংশগ্রহণ করবেন। 

আরও পড়ুন: Anubrata Mandal: অভিষেককে ইডি-তলবে ‘নাচব নাকি’, জবাব কেষ্টর

ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন, সেই সঙ্গে অনেক পুজো উদ্যোক্তা নিজেদের পুজোর থিমকে মিছিলে তুলে ধরবেন বলে জানিয়েছেন। কলকাতা ছাড়া হাওড়া এবং বিধাননগরের পুজো কমিটিগুলিকেও এই মহামিছিলে আসতে বলা হয়েছে। একইভাবে বিভিন্ন জেলাতেও আজ মহামিছিল হচ্ছে। মিছিলের জন্য শহরের পথে নামানো হচ্ছে তিন হাজার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39