Tuesday, July 1, 2025
HomeকলকাতাRecruitment Scam | প্রভাবশালীর নির্দেশে কাজ করতাম, জেরায় স্বীকার শান্তনুর

Recruitment Scam | প্রভাবশালীর নির্দেশে কাজ করতাম, জেরায় স্বীকার শান্তনুর

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির হাতে। কুন্তলের বস-ই শান্তনু, এমনই দাবি ইডির (ED)। শুক্রবার ইডির জেরায় শান্তনু জানিয়েছেন, তাঁকে নির্দেশ দেওয়া হত উপরমহল থেকে। কয়েকজন প্রভাবশালীর নির্দেশে কাজ করেছেন তিনি। কুন্তলকে সেই নির্দেশ কার্যকর করার দায়িত্ব তিনি দিতেন বলেও দাবি করেন হুগলির বলাগড়ের ধৃত যুবনেতা। পাশাপাশি এদিন শান্তনু ও কুন্তলের মোট ৩৫টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। কুন্তল ও তাঁর স্ত্রীর নামে যে সংস্থা রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিই ফ্রিজ করেছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে এই অ্যাকাউন্টগুলিতে প্রায় দেড় কোটি টাকা ছিল। একইসঙ্গে কুন্তলের ফ্রিজ করা ১০টি অ্যাকাউন্ট থেকে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম জড়িয়েছে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। কোটি কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। কুন্তলকে জেরা করে ইডির হাতে গ্রেফতার হয়েছেন হুগলির এক তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি দাবি করেছেন, এই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড আসলে কুন্তলই। এই অভিযোগও উড়িয়ে দেন কুন্তল। এদিন তাঁকে আদালতে পেশ করার সময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, অপ্রাসঙ্গিক কথার উত্তর দেব না। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার কুন্তলকে ৫৩ দিন পর বহিষ্কার করেছে তৃণমূল। এর উত্তরে কুন্তল বলেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে দল। দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব বলেও জানান তিনি।

আরও পড়ুন: Abhishek Banerjee | ২৯ মার্চ ধর্মতলায় ছাত্র-যুব সমাবেশ, প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি কুন্তল গ্রেফতার হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে, তাঁর গোয়ায় হোটেল এবং ত্রিপুরায় চা বাগানও রয়েছে। শুক্রবার এই দাবিও খারিজ করে দিয়ে কুন্তল বলেন, আপনারা যে কথাগুলো বলছেন, যাচাই করে বলুন। ত্রিপুরার চা বাগান, গোয়ার হোটেল, দয়া করে তার ঠিকানা দিন। 

গতকালই কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষকে ইডি তলব করে। বেশকিছু নথি নিয়ে তাঁকে ইডি হেফাজতে হাজিরা দিতে বলা হয়। সেইমতো গতকালই বেলা ১১টার সময় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেন কুন্তলের স্ত্রী। ইডি সূত্রে খবর, কুন্তলের ৭৫টি বেনামি অ্যাকাউন্ট থেকে যে বিভিন্ন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, সেই তালিকাতেই বনির নাম ছিল। কুন্তলের অ্যাকাউন্ট থেকে বনির অ্যাকাউন্টে দু’দফায় টাকা লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছিল ইডি।

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে শুক্রবার তলব করা হয় টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে (ED Summoned Tolly Actor Bonny Sengupta)। কিন্তু একদিন আগেই বৃহস্পতিবার দুপুরেই ইডি (ED) দফতরে পৌঁছে যান অভিনেতা। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) কোনও অভিনেতাকে তলব করল। এর আগে এক রহস্যময়ী টলিউড অভিনেত্রী প্রসঙ্গ উঠে এসেছিল এই দুর্নীতির তদন্তে। 

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) ব্যাঙ্কের নথিতে বনির নাম পাওয়া গিয়েছে। সেই সূত্রেই তলব করা হয়েছে তাঁকে। টলিউডের অভিনেতার পাশাপাশি বনি প্রাক্তন বিজেপি (BJP) কর্মীও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পরে তিনি বিজেপির সদস্যপদ ছেড়ে দেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kasba Incident | কসবা কাণ্ডে হকি স্টিকের রহস্য কী? জানলে চমকে উঠবেন
00:00
Video thumbnail
Kasba Incident | মনোজিতের কীর্তি জানলে চমকে উঠবেন
00:00
Video thumbnail
Kasba Incident | বিগ ব্রেকিং, কসবা কাণ্ডে পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন
00:00
Video thumbnail
Iran-America | সিরিয়াকে সাহায্য আমেরিকার, কোন স্ট্র্যাটেজি নেবে ইরান?
00:00
Video thumbnail
Iran-Israel | ইজরায়েলকে বিশ্বাস করা যায় না, বি/স্ফো/রক ইরানের সেনাপ্রধান, পাল্টা কী করবেন খামেনি?
00:00
Video thumbnail
India-Pakistan | ভারত-পাক বন্দি বিনিময়ে বড় সিদ্ধান্ত, দেখুন এই ভিডিও
03:56
Video thumbnail
Uttar Pradesh | BJP | ডবল ইঞ্জিনের রাজ্যে, হাসপাতালে খু/ন নার্সিং ছাত্রী
06:34
Video thumbnail
Zohran Mamdani | ডেটিং অ্যাপ থেকে পরিচয়, তারপর পরিণয়, কে এই মামদানি স্ত্রী রামা?
02:00
Video thumbnail
India-America | ভারত মার্কিন বাণিজ্য নিয়ে বড় কথা শোনাল হোয়াইট হাউস
01:12
Video thumbnail
TMC | ভোটার তালিকায় সংশোধনী স্বচ্ছতা চাই, দাবি তুলল তৃণমূল, কী বলল শুনুন
01:23

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39