Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাঅ্যাডামাসে উদ্ভাবন ও শিল্পোদ্যোগ সম্মেলন

অ্যাডামাসে উদ্ভাবন ও শিল্পোদ্যোগ সম্মেলন

Follow Us :

কলকাতা: অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল উদ্ভাবন ও শিল্পোদ্যোগ সম্মেলন, ২০২৩। ভারত সরকারের সংগঠন বাইরাক (BIRAC)  বিশ্ববিদ্যালয়ের ই-যুবর সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজক ছিল। দুদিনব্যাপী এই সম্মেলন শেষ হল শুক্রবার।  বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় জানান, পড়াশোনা এবং কর্মসংস্থানের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা ঘুচিয়ে ফেলাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনের মাধ্যমে কল্যাণী ইনোভেশন নেটওয়ার্ক বা কিন-এর পথ চলাও শুরু হল। রাজ্যের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের একত্রিত প্রয়াসের ফলশ্রুতি হল এই কিন। এর মূল লক্ষ্য হল বাংলার যুব সমাজকে উদ্ভাবন এবং শিল্পমুখী করে তোলা। অ্যাডামাস ছাড়াও এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে আইআইএসইআর, কল্যাণী আইআইআইটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ম্যাকাউট, কল্যাণী এইমস এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: পোষা দুই কুকুরের ঝামেলা, পড়শির গুলিতে মৃত ২, জখম ৮ 

সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছিল ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপ এক্সপোর। সেখানে ৩০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নেয়। তারা নিজেদের অভিনব পরিকল্পনা এবং শিল্পোদ্যোগ নিয়ে হাজির ছিল। সেখানে আগামী দিনের শিল্প উদ্যোক্তাদের জন্য সঠিক পরিবেশ গড়ে তোলা নিয়েও আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য নবীন দাস, বাইরাকের অধিকর্তা শুভ্ররঞ্জন চক্রবর্তী, ভারত সরকারের এমএসএমই-র যুগ্ম পরিচালক ডি মিত্র প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular