কলকাতা: চিকিৎসার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই কথা জানান অভিষেকই। তিনি ওই পোস্টে এই বিরতিতে কী করবেন সে বিষয়ও জানা। রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষের জন্য তাদের কাজ জারি রাখবে এবং মানুষের চাহিদা পূরণ করবে বলেও আশাবাদী অভিষেক।
তিনি তাঁর পোস্টে লেখেন, চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত মানুষের সমস্যার সমাধান করবে।
আরও পড়ুন: সংশোধনাগারে টিভির বায়না ধৃত কুন্তলের
গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হয়। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির থেকে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন অভিষেক।
Last year around this time, I had the opportunity to participate in NABOJOWAR Yatra and traveled across West Bengal to understand the issues and challenges faced by people on the ground. Witnessing firsthand the hardships caused by RISING PRICES and the stoppage of MGNREGA dues…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 12, 2024