কলকাতা: কলকাতা পুরভোটে (KMC Election 2021) বিপুল জয়ের আবহেই তৃণমূলের পক্ষে আরও সুখবর। ভোটে জেতার উল্লাসের মধ্যেই মঙ্গলবার সুদূর গোয়া থেকে আসা কংগ্রেসের প্রাক্তন নেতা তথা বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লোরেঙ্কো (Aleixo Reginaldo Lourenco) তৃণমূলে যোগ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধায়ের উপস্থিতিতে এদিন তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে নেন গোয়ার পদত্যাগী বিধায়ক এবং কংগ্রেসের কার্যকরী সভাপতি লোরেঙ্কো ।
২০২২ এর ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট। ওই ভোটের জন্য কংগ্রেসের প্রকাশিত প্রথম ৮ প্রার্থীর তালিকায় নাম ছিল অ্যালেক্সিও রেজিনাল্ডো লোরেঙ্কোর। দিন কয়েক আগেই তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। তখন থেকেই লোরেঙ্কোর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা চলছিল। সোমবার রাতেই কলকাতায় পা রাখেন গোয়ার এই প্রাক্তন কংগ্রেস নেতা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
গোয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, ‘গোয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লোরেঙ্কো তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাই! আমরা একসঙ্গে সমস্ত গোয়াবাসীর উন্নতির জন্য কাজ করব।’
Today, former @INCIndia Curtorim MLA Aleixo Reginaldo Lourenco joined us in the presence of our Chairperson @MamataOfficial and our National General Secretary @abhishekaitc.
We extend a very warm welcome to him! Together, we shall work for the betterment of all Goans! pic.twitter.com/XHrubslnir
— All India Trinamool Congress (@AITCofficial) December 21, 2021
আরও পড়ুন- বিজয় মাল্যদের সম্পত্তি নিলামে উদ্ধার ১৩ হাজার কোটি টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী
গোয়ায় ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। মমতা, অভিষেক-সহ তৃণমূলের শীর্ষনেতৃত্ব দফায় দফায় গোয়ায় সফর করছেন। সম্প্রতি গোয়ায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার বিশিষ্টজন এবং শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বলিউডের বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রীও হাজির ছিলেন। গোয়ায় তৃণমূল নেত্রী খোলাখুলি বিজেপিকে হটানোর দাগ দেন। এই কাজে তিনি বিশিষ্টজন ও শিল্পপতিদের এগিয়ে আসার আহব্বান জানান। এমনকী তাঁদের জাতীয় স্তরে একটি পরামর্শদাতা কমিটি গঠনেরও প্রস্তাব দেন। এসবের মধ্যেই গোয়া কংগ্রেসে ভানগ ধরছে। লোরেঙ্কো তৃণমূল যোগ দেওয়ার পর এখন গোয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ২-এ এসে ঠেকেছে।