বারুইপুর: রেলের কর্তব্যরত দুই কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে।। শুক্রবার ঘটনাটি ঘটেছে বারুইপুর রেল গেটের কাছে। আস্তিক মণ্ডল ও বাপ্পা বৈরাগি নামে ওই দুই কর্মী এদিন রেলের কাজে চিঠি পোস্ট করতে বারুইপুর পোস্ট অফিসে গিয়েছিলেন। ফেরার পথে রেলগেটের কাছে মা ক্যান্টিনের সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েন তাঁরা।
অভিযোগ, দুই কর্মীর একজনের সাইকেল ওই এলাকায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গায়ে লাগে। তা নিয়েই বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে। বচসার মধ্যেই আরও লোকজন জড়ো হয়ে ওই দুই কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় একজনের মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। আর একজনের চোখে গুরুতর চোট লেগেছে।
আরও পড়ুন: ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মমতার
রেলের স্থানীয় দফতরের তরফে এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রেলের এক আধিকারিক জানান, এ ব্যাপারে পুলিশ পদক্ষেপ না করলে রেল নিজের উদ্যোগে ব্যবস্থা নেবে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: