skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeকলকাতাBengal BJP: বাইরে থেকে নেতা এনে রাজ্য বিজেপিকে দুর্বল করার চক্রান্ত হয়েছে,...

Bengal BJP: বাইরে থেকে নেতা এনে রাজ্য বিজেপিকে দুর্বল করার চক্রান্ত হয়েছে, মুখ খুললেন জয়প্রকাশ

Follow Us :

কলকাতা: ভোটের আগে ঠিক যেমনটি বলেছিল তৃণমূল৷ আদি বিজেপি এবং তৎকাল বিজেপির তত্ত্ব তুলে ধরেছিলেন কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতারা৷ আর ভোটের ফল প্রকাশের পর সেই তত্ত্বকেই যেন মান্যতা দিলেন জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিরা৷ সাসপেন্ড হওয়ার পর অভিযোগ করলেন, বাইরে থেকে নেতা এনে বঙ্গ বিজেপির আদি নেতাদের গুরুত্বহীন করা হচ্ছে৷

দলের বিরুদ্ধে মুখ খোলার পরই জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাসপেন্ড করে বিজেপি৷ সেই সাসপেনশনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দলের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে সুর চড়ালেন জয়প্রকাশ এবং রীতেশরা৷ জয়প্রকাশের অভিযোগ, বিধানসভা ভোটের আগে একাধিকবার কেন্দ্রীয় নেতাদের রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছিলাম৷ কিন্তু কিছু নেতা তা সম্পূর্ণ অস্বীকার করেন৷ ‘পলিটিক্যাল ফিডব্যাক’ হিসেবে দায়িত্ব পালন করে আসা জয়প্রকাশের আরও অভিযোগ, ‘কিছু নেতা সম্পূর্ণ ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করেন৷ সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় এবং তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বাদ দিয়ে কিছু নেতা দলকে পরিচালনা করার চেষ্টা করেন৷’

জয়প্রকাশ অভিযোগ, যেভাবে অন্য দল থেকে নেতা এনে ভোটের আগে যোগদান করানো হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছিলাম৷ বলেছিলাম, ‘আমাদের দলের নীচু তলার কর্মীরা মার খাচ্ছেন৷ রক্ত ঝরছে৷ এই ভাবে অন্য দল থেকে লোক এনে পুরনো বিজেপি নেতাদের গুরুত্বহীন করা ঠিক হয়৷ রাজ্য বিজেপির কিছু নেতা তাতে গুরুত্ব দেয়নি৷ যার ফল হাতে নাতে মিলেছে৷

আরও পড়ুন: BJP Bengal: রাজ্য বিজেপিতে গণতন্ত্র বলে কিছু নেই, বিস্ফোরক জয়প্রকাশ

এদিনের সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তীকে নাম না করে আক্রমণ করতে ছাড়েননি জয়প্রকাশ৷ সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে জয়প্রকাশের কটাক্ষ, ‘কাচের ঘরে বসে রাজনীতি করছেন শীর্ষ নেতারা৷ হারের পর দলে কোনও রকম পর্যালোচনা হয়নি৷ এখানে মুখ খোলা যায় না৷ নিজেদের অভিজ্ঞতা-দুর্বলতা ঢাকতে কেউ কিছু বললেই তাঁদের চুপ করে দেওয়া হচ্ছে৷ নতুন সভাপতি এসে বেশ কিছু কমিটি গড়েছেন৷ কিন্তু তাতে সবই নিজের লোক বসানো৷’ এরপরই জয়প্রকাশের অভিযোগ, হুমকি দিয়ে কিছু নেতা নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছেন৷ এর ফলে নীচু তলার কর্মীরা অসন্তুষ্ট৷

RELATED ARTICLES

Most Popular