কলকাতা: এবার এডহক বোনাস (Ad-Hoc Bonus) বাড়ল সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer)। কয়েকদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস (Bonus) বাড়িয়েছিল রাজ্য সরকার। এবার বাড়নো হল টার্মিনাল বেনিফিটের টাকাও। বৃহস্পতিবার স্বরাষ্টর দফতরের তরফে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছর বয়সের পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে ৫ লক্ষ টাকা। আগে এর পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। ১ এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর। যদিও সিভিক ভলান্টিয়ারদের এলিজিবিলিটি চেক করেই এই টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ট্র্যাফিক সার্জেন্টের চোখে আঘাতের ঘটনায় গ্রেফতার ২