skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollদাড়িভিট-কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
Calcutta High Court

দাড়িভিট-কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সিআইডির এডিজিকে আদালতে হাজিরার নির্দেশ

Follow Us :

কলকাতা: উত্তর দিনাজপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং সিআইডির এডিজির বিরুদ্ধে শুক্রবার রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ১০ মাস আগে আদালত ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল।

এনআইএ-র হাতে রাজ্য সমস্ত নথি তুলে দিতে বলা হয়েছিল রাজ্য সরকারকে। দুই ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্যও দিতে বলেছিল আদালত। কিন্তু তার কোনও কিছুই কার্যকর করেনি রাজ্য সরকার। এদিন আদালত এর জন্য ক্ষোভপ্রকাশও করেন। আদালতের নির্দেশ, ৫ এপ্রিল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং সিআইডির এডিজিকে আদালতে হাজিরা দিয়ে জানাতে হবে, কেন তাঁরা আদালতের নির্দেশকে মান্যতা দেয়নি।

আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট হাইস্কুল চত্বরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে। পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের খণ্ডযুদ্ধ চলে। পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইটবৃষ্টি হয়। পুলিশ পাল্টা গুলি চালায়। তাতে স্কুলেরই দুই ছাত্র মারা যায়। তার জল গড়ায় আদালত পর্যন্ত। মামলাকারীরা সিবিআই তদন্তের দাবি করেন। সিআইডি ওই ঘটনার তদন্ত করছিল। বিচারপতি মান্থা তখনই বলেন, সিআইডির তদন্ত সন্তোষজনক হচ্ছে না। এই ঘটনার এনআইএ তদন্ত হওয়া দরকার।

ওই ঘটনায় তাপস বর্মন এবং রাজেশ সরকার নামে দুজন মারা যান। ওই ঘটনা ঘিরে এলাকায় কয়েক মাস ধরে তুমুল উত্তেজনা চলে। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়ির পাশে কবর দিয়ে রাখেন প্রকৃত তদন্তের দাবিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তকে স্বাগত জানান।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular