skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতাস্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন

Follow Us :

ফের রাতের কলকাতায় বিধ্বংসী অগ্নিকান্ড। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ৩০ নম্বর স্ট্র্যান্ড রোডের জেসব বিল্ডিং লাগোয়া একটি বহুতলের দোতালায় রাবারের গুদামে আগুন লাগে। পরে আরও দুটি দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ১৫ টি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় অনেকটাই আয়ত্তে আসে আগুন। রাতভর চালানো হয় কুলিং প্রসেস। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।

এলাকাটি ভীষণই ঘনবসতিপূর্ণ এবং সংশ্লিষ্ট রাবারের গুদামটি মূল রাস্তা থেকে ভেতরে হওয়ার কারণে প্রায় ৫ ফুটের সংকীর্ণ গলির মধ্যে দমকলের ইঞ্জিন প্রবেশ করতে পারেনি। পাশাপাশি রাবারের ওই গুদামে কোনরকম অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তাই আগুন নেভাতে প্রথমে দারুণ বেগ পেতে হয় দমকল কর্মীদের। যদিও ২ ঘণ্টার চেষ্টায় কিছুতা হলেও নিয়ন্ত্রণে আসে আগুন, তাও পকেট ফায়ার গুলি থেকে যাতে আগুন না ছড়িয়ে পড়ে তার জন্য রাত ভোরে চালানো হয় কুলিং প্রসেস। কোনো হতাহতের খবর নেই।

RELATED ARTICLES

Most Popular