কলকাতা টিভি ওয়েব ডেস্ক : আগামী সাত দিন বন্ধ থাকবে ভারতীয় রেলওয়ের অনলাইন রিজার্ভেশন পরিষেবা। ফলে, অনলাইনে কাটা যাবে না টিকিট। এমনকী বাতিলও করা যাবে না টিকিট। তবে, পুরোপুরি বন্ধ থাকলে সমস্যায় পড়বেন যাত্রীরা। সেই কারণে রাতে ছ’ ঘণ্টা করে এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
আগামী ১৫ নভেম্বর থেকে টানা সাতদিন রাত ১১.৩০ থেকে ভোর ৫.৩০ পর্যন্ত রেল রিজার্ভেশন সংক্রান্ত যে কোনও রকম অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। তার আগে এবং পরে স্বাভাবিক থাকবে পরিষেবা। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই বুকিং হয় অনলাইন। তাই এই ‘পিআরএস’ অর্থাৎ প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম আরও উন্নত করতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি বা বিভিন্ন অ্যাপে অনলাইনে টিকিট কাটা হয় প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে। এমনকী রেলের কাউন্টারেও এই সিস্টেমের মাধ্যমেই টিকিট কাটা হয়। ফলে যে কোনও সময় এই আপগ্রেডেশন সম্ভব নয়। কারণ আপগ্রেড করতে গেলে পরিষেবা পুরোপুরি বিঘ্নিত হবে। সেই কারণেই রাতে এই কাজ করা হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। বাকি যা পরিষেবা আছে, তা স্বাভাবিক ভাবেই চলবে বলে জানা গিয়েছে।