skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeকলকাতাRain in Winter: আগামিকাল থেকে ভিজবে বাংলা, মাঘের বাঘা শীতে থাবা বসাবে...

Rain in Winter: আগামিকাল থেকে ভিজবে বাংলা, মাঘের বাঘা শীতে থাবা বসাবে বৃষ্টি

Follow Us :

কলকাতা: মাঘের শুরুতে ঠান্ডায় জবুথবু কলকাতা (Winter in Kolkata) থেকে কোচবিহার৷ কিন্তু শীতের এই ঠকঠকানি কাঁপুনি সাময়িক৷ শীতপ্রেমীদের মন খারাপ করে আলিপুর আবহাওয়া দফতর আগামী কয়েকদিন বাংলার জেলাগুলিতে বৃষ্টির (Weather Forecast) পূর্বাভাসের কথা জানিয়েছে৷ আগামিকাল থেকে বাংলার আকাশে শুরু হবে মেঘের আনাগোনা৷ পরের সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আবহাওয়া এমনই স্যাঁতসেঁতে থাকবে৷ বরং কয়েকটি জেলায় বৃষ্টিপাতের বহর বাড়বে৷ বৃষ্টির চোখরাঙানি থেকে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও৷ সেখানে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ বৃষ্টির জেরে (Rain In Winter) পাহাড়ে কোথাও কোথাও ধসও নামতে পারে বলে সর্তক করা হয়েছে জেলা প্রশাসনকে৷

রাজ্যের শীতের আমেজে কাঁটা ফেলতে পূর্ব ভারতে ঘনিয়ে এসেছে একটি পশ্চিমি ঝঞ্ঝা৷ তার জেরে গোটা রাজ্যেই ২৪ জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে৷ ২২ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে৷ যদিও বৃহস্পতিবারের পর বদলে যাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া৷ শুক্রবার কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে৷ আকাশ মেঘলা থাকায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় দিনের তাপমাত্রা বেড়ে যাবে৷

২২ জানুয়ারি থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত শুরু হবে৷ প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ২৩ ও ২৪ জানুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ অসময়ে বৃষ্টির জন্য ফসলের ক্ষতি হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা৷ তাই ফসল পাকা হলে কেটে ফেলার কথা জানিয়েছেন আবহবিদরা৷ কৃষি জমিতে যাতে জল না জমে তার জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করার পরামর্শ দিয়েছেন তাঁরা৷ অতিবৃষ্টি, শিলাবৃষ্টির জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা৷

আরও পড়ুন: Weather Forecast: ভরা মাঘেও ফের বৃষ্টির পূর্বাভাস

RELATED ARTICLES

Most Popular