
কলকাতা: জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RBU) পালকে জুড়ল নতুন পালক। জোড়াসাঁকোর মিউজিয়মে উদ্বোধন হল ‘রবীন্দ্রনাথ টেগোর ইন ইতালি’ (Rabindranath Tagore in Italy)। ইতালিতে কবির কাটানো মুহূর্ত, সেই দেশ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এই সবই প্রদর্শিত হয়েছে এই এগজিবিশনে। সোমবার (১১ ডিসেম্বর, ২০২৩) এই স্থায়ী প্রদর্শশালার উদ্বোধন করেন কলকাতায় ইতালির কনসাল জেনারেল জিয়ানলুকা রুবাগোত্তি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শুভ্রকমল মুখোপাধ্যায়।
নতুন গ্যালারির প্রাথমিক উদ্দেশ্য রবীন্দ্রনাথ এবং ইতালির মধ্যে যোগসূত্রের উদযাপন। ইতালিতে তিনবার গিয়েছিলেন কবি, তাঁর ভ্রমণ এবং সে দেশের বিভিন্ন ঘটনাবলিকেই তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: শীতের ঝোড়ো ইনিংসে কাঁপছে কলকাতা সহ রাজ্যবাসী
ইতালির অ্যাম্বাসাডর এইচ ই ভিনসেঞ্জো দে লুকা বলেন, “আমার দেশে অ-ইতালীয় কবিদের মধ্যে অন্যতম বিখ্যাত রবীন্দ্রনাথ। নোবেল পুরস্কার পাওয়ার পরে তিনি বিখ্যাত হতে থাকেন, ইতালি জুড়ে বুকস্টোগুলির তাকে তাঁর রচনা স্থান পেতে থাকে।”
এই প্রদর্শশালার কন্টেন্ট ও ডিসপ্লে প্রস্তুত করতে আরবিইউয়ের সহযোগিতায় একটা দল গঠন করা হয়েছিল। তার তত্ত্বাবধানে ছিলেন ডঃ বৈশাখী মিত্র। সায়েন্টিফিক রিসার্চ এবং কন্টেন্ট কিউরেশনের দায়িত্বে ছিলেন রোমের লা স্যাপেঞ্জিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারিও প্রেয়ার। কনসাল জেনারেল রুবাগোত্তি শান্তিনিকেতনের মিউজিয়ম দেখতে গিয়েছিলেন। ইতালির বিভিন্ন শহরে কবিগুরুর ছবি সংগ্রহ করেন সেখান থেকে।