কলকাতা: চুপিসাড়ে মহিলার ছবি তোলা কি অপরাধ? ব্যাখ্যা দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।নিজের বাড়ির ওপর তলা থেকে উল্টো দিকের বাড়ির বাসিন্দা এক মহিলার রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় চুপিসাড়ে ছবি তোলার জন্য ২০১৬ সালে অভিযোগ দায়ের হয়।
ভারতীয় ফৌজদারি আইনের দুটি ধারায় অভিযোগ। চুপিসাড়ে আপত্তিকর পদক্ষেপ এবং বিকৃত বাসনা পূর্ণ করার গোপন প্রয়াস। কার পার্কিংয়ের জন্য আরও একটি জায়গা বাড়ির ডেভেলপারের ওপর এভাবে চাপ সৃষ্টি করে পাওয়ার জন্য ওই মহিলা এমন পদক্ষেপ করেছেন। যদিও দ্বিতীয় পার্কিং স্পেস পাওয়ার কোনও অধিকার তাঁর নেই। পাল্টা সওয়াল অভিযুক্তের।
আরও পড়ুন: বাংলাদেশে পেট্রোপোল দিয়ে রফতানি বন্ধ করল ভারত
চুপিসাড়ে গোপন পদক্ষেপের অভিযোগ একমাত্র পুরুষের বিরুদ্ধে আনা যায়। যেখানে ক্ষতিগ্রস্ত হবেন কোনও মহিলা। মহিলার আগ্রহ না থাকলেও যদি পুরুষ বারংবার যোগাযোগের চেষ্টা করেন, সশরীরে অথবা ইলেকট্রনিক মাধ্যমে, সেক্ষেত্রে এমন অভিযোগ আনা যায়। কিন্তু এক্ষেত্রে ওই অভিযোগ প্রমাণের যথাযথ প্রমাণ নেই। এমন অভিমত সহ অভিযোগ খারিজ। রায় বিচারপতি বিভাস রঞ্জন দে’র।
আরও খবর দেখুন