skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeকলকাতাSadhan Pandey Last Rites: শেষ হল জীবনযাত্রা, রাষ্ট্রীয় মর্যাদায় বেলাশেষে বিদায় সাধনকে

Sadhan Pandey Last Rites: শেষ হল জীবনযাত্রা, রাষ্ট্রীয় মর্যাদায় বেলাশেষে বিদায় সাধনকে

Follow Us :

 কলকাতা টিভি ওয়েব ডেস্কঃ  মুম্বই থেকে কলকাতা (Kolkata)। বিধানসভা থেকে বাসভবন।শেষে, নিমতলা মহাশ্মশানে এসে পৌঁছল দেহ। শেষ হল জীবনযাত্রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেলাশেষে বিদায় (Sadhan Pandey Last Rites) জানানো হল সাধন পাণ্ডেকে (Sadhan Pandey) । সতীর্থকে শেষ বারের মতন দেখতে বিধানসভায় ছুঁটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষ যাত্রায় সঙ্গে ছিলেন রাজ্য মন্ত্রীসভার একাধিক সদস্য, বিধায়করা।ছিলেন দলের বহু নেতা নেত্রী থেকে শুরু করে তাঁর অনুগামীরা।

রবিবার রাতে প্রয়াত মন্ত্রীর (Sadhan Pandey) দেহ মুম্বই থেকে নিয়ে আসা হয় কলকাতায়। রাতে তাঁর দেহ রাখা হয় পিস ওয়ার্ল্ডে।রাজ্যের মন্ত্রীর মৃত্যুতে রবিবার থেকেই সরকারি বিভিন্ন দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে৷ সমাবার সরকারি দফতরে অর্ধ ছুটি ঘোষণা করে রাজ্য।

কংগ্রেস এবং তৃণমূলের টিকিটে মোট ৯ বার বিধানসভা ভোটে লড়েছেন সাধনবাবু। বিধানসভা ভোটে তাঁকে হারাবার সাহস ছিল না কারও।কংগ্রেস প্রভাবশালী নেতা অজিত পাঁজার (Ajit Panja) হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখেন সাধন। ১৯৮৪ সালে বউত্তর-পূর্ব কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। ১৯৮৫ সালের প্রথমবার বিধায়ক।তারপর রাজনৈতিক ক্যারিয়ারে আর পিছপা হতে হয়নি।

 

 

২০০১ সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন সাধন। এরপর ২০০১ এ তৃণমূলে যোগ দেন।তৃণমূলের শরিক হওয়ার পর  ২০১১ সালে  রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী হন সাধনবাবু।জনসমক্ষে  বিপুল জনপ্রিয়তা পায় এই দফতরটি।তাঁর জীবনের অন্যতম অবদানের মধ্যে যা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন Sadhan Pandey Last Rites: সাধন পাণ্ডেকে শেষ শ্রদ্ধা, মরদেহ আনা হল বিধানসভায়

গত বছর বিধানসভা নির্বাচনের পর অসুস্থ হয়ে পড়েন সাধন পাণ্ডে৷ বেশ কিছুদিন রাজ্যে চিকিৎসার পর তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, গত ১০ দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল৷ কিডনির অসুখে ভুগছিলেন মন্ত্রী৷ রবিবার সকালে সব লড়াই শেষ হয়।

আরও পড়ুন  Lee Road Murder: শান্তিলালের খুনি অধরাই, খোঁজ পেতে পুরস্কারের ঘোষণা

RELATED ARTICLES

Most Popular