কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ থেকে দুদিনব্যাপী শুরু হল অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। সেখানে উপস্থিত হন একাধিক শিল্পপতি। আশা করা হচ্ছে প্রতিবছরের মত এবছরও রাজ্যের জন্য শিল্প সম্মেলন থেকে একাধিক বিনিয়োগ হবে।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে আচমকাই আগুন, আতঙ্কে যাত্রীরা
অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এককথায় যেন চাঁদের হাট। এবছর এই সম্মেলনে অংশ নিয়েছেন ৪০টি দেশের ২০০র বেশি প্রতিনিধি। লক্ষ্য একটাই, বাংলায় শিল্পক্ষেত্রে বিনিয়োগ।
আর এই অনুষ্ঠানে উপস্থিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, গত একবছর ধরে সৌরভ বাংলার ক্রীড়াক্ষেত্রে করেছেন একাধিক নিয়োগ। সৌরভ জানান, রাজ্য সরকারের তরফ থেকে মিলেছে একাধিক সাহায্যও। আর যার জন্য রাজ্যকে প্রশংসাও করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর আহ্বান, ”সরকার খুব সাহায্য করে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন।” পাশাপাশি তিনি আরও জানান, এত বড় মঞ্চে আহ্বান পেয়ে তিনি সত্যিই গর্বিত।
দেখুন অন্য খবর