কলকাতা: আরজি করে নিহত চিকিৎসকের তদন্তে সিবিআইয়ের হাতে উটে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন জরুরি বিভাগে যাওয়ার আগে ট্রমা কেয়ারে যায় ধৃত সঞ্জয়। সেখানে রাত ৩টে ৪০ মিনিট নাগাদ গিয়েছিল ধৃত। ১০ থেকে ১৫ মিনিট ট্রমা কেয়ারে থাকে সঞ্জয়। সূত্রের খবর, ওই সময় সেখানে ধৃত কী করছিল, তা জানতে মরিয়া সিবিআইয়ের আধিকারিকরা। লাগাতার সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডে তদন্তাভার নিয়ে সিবিআই। বুধবার কলকাতা পুলিশের হাত থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই দফায় দফায় আরজি করে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেন আধিকারিকরা।
আরও পড়ুন: জড়িত থাকতে পারে সহকর্মী-চিকিৎসকার, সিবিআইকে জানালেন মৃত চিকিৎসকের বাবা-মা
শনিবার সকালেও ফের আরজি করে যায় সিবিআই। তদন্তভার পাওয়ার পর এই নিয়ে পরপর চারবার আরজি কর মেডিক্যাল কলেজে গেল সিবিআই। তাঁদের সঙ্গে রয়েছে থ্রিডি স্ক্যানার মেশিন। আধুনিক প্রযুক্তির এই মেশিন ঘটনাস্থল থেকে সূক্ষ প্রমাণও সংগ্রহ করতে পারে। সূত্রের খবর আরজি করের মৃত মহিলা চিকিৎসকরের মা-বাবা তদন্তকারীকে জানিয়েছেন তাঁদের মেয়ের খুনের সঙ্গে বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। গোটা ঘটনায় হাত থাকতে পারে হাসপাতালেরই চিকিৎসক এবং পড়ুয়াদের। এমনকী মেয়ের কয়েকজন সহকর্মীর নামও সিবিআইকে জানিয়েছেন তাঁরা।
দেখুন আরও অন্যান্য খবর: