skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeকলকাতাইডি-সিবিআইকে ফের তলব স্পিকারের

ইডি-সিবিআইকে ফের তলব স্পিকারের

Follow Us :

কলকাতা : ইডি ও সিবিআই অফিসারদের ফের তলব। সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বিধানসভায় হাজির হন কি না। এর আগেও ইডি ও সিবিআই অফিসারদের তলব করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তখন তারা বিধানসভার সচিবালয়ে চিঠি জমা দিয়েছিলেন। সরাসরি দেখা করেননি। সশরীর হাজিরা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন স্পিকার।

আরও পড়ুন : ‘তোমার সাহস দেখে ওরা ভয় পেয়েছে’, প্রিয়াঙ্কার প্রশংসায় রাহুল

প্রসঙ্গত, অনুমতি ছাড়াই নারদ চার্জশিটে দুই মন্ত্রী ও এক বিধায়কের নাম রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অনুমতি ছাড়াই নারদ-কাণ্ডের চার্জশিটে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম রয়েছে। বিধানসভার সচিবালয় সূত্রের দাবি, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন হয়। স্পিকারের বক্তব্য ছিল, অনুমতি ছাড়া কেন তাঁদের নাম চার্জশিট দেওয়া ? তা নিয়ে বিতর্ক চলছে।

RELATED ARTICLES

Most Popular