Wednesday, July 2, 2025
Homeকলকাতামোদির প্রিয় স্লোগান বদলের ডাক দিয়ে চাপে শুভেন্দু
Suvendu Adhikari

মোদির প্রিয় স্লোগান বদলের ডাক দিয়ে চাপে শুভেন্দু

দলে কোণঠাসা হয়ে নানা যুক্তির জাল বিস্তার বিরোধী নেতার

Follow Us :

কলকাতা: ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশের স্লোগান তুলেছিলেন। এই স্লোগান দিয়ে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে সব শ্রেণি, বর্ণ ও সম্প্রদায়ের বিকাশ ও উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে এই স্লোগান বিজেপির মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সভা-সমাবেশে প্রধানমন্ত্রী তো বটেই, বিজেপির অন্য নেতা-মন্ত্রীদের মুখে মুখে ফিরত সবকা সাথ সবকা বিকাশের স্লোগান। প্রধানমন্ত্রীর সেই প্রিয় স্লোগানকেই বদলে দেওয়ার ডাক দিয়ে বিজেপির অন্দরে আলোড়ন ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দলের বর্ধিত কর্মসমিতির বৈঠকে তিনি বলেন, সবকা সাথ সবকা বিকাশের স্লোগান বন্ধ করুন। আমিও বলতাম। আর বলব না। শুভেন্দুর এই বক্তব্য নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে দলের মধ্যে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলেছেন, এই বক্তব্য দল সমর্থন করে না। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এটা বিরোধী নেতার ব্যক্তিগত মত।

ভাষণ শেষ হতেই শুভেন্দু বুঝতে পারেন, তিনি ভুল বল খেলে ফেলেছেন। বৈঠক চলাকালীনই সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী নেতা তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বলার চেষ্টা করেছি। আমার অভিজ্ঞতা, যন্ত্রণা থেকে এ কথা বলেছি। এর সঙ্গে প্রধানমন্ত্রীজির স্লোগানকে মিশিয়ে ফেলবেন না। পরে তিনি এক্স হ্যান্ডেলেও লেখেন, আমার বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুন: শুভেন্দু-সুকান্ত বিভাজন স্পষ্ট দলীয় বৈঠকে

এদিন বৈঠকে শুভেন্দু বলেন, দলীয় সংগঠনে সংখ্যালঘু মোর্চা রাখারও কোনও দরকার নেই। এটাও তাঁর ভুল ব্যাট চালানোর মতো হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে কিছু না লিখলেও শুভেন্দু পরে বলেন, আমি বাংলার প্রেক্ষপটে সংখ্যালঘু মোর্চা না রাখার কথা বলেছি। তাঁর ব্যাখ্যা, লোকসভা ভোটে বিজেপি ৯১ শতাংশ সংখ্যালঘু ভোট পায়নি। সদ্যসমাপ্ত উপনির্বাচনে ৯৫ শতাংশ সংখ্যালঘু ভোট তারা পায়নি। শুভেন্দু অনুগামীরা বলেন, এর জন্যই বিরোধী নেতা বলেছেন, আমাদের সংখ্যালঘু ভোটও দরকার নেই।

এই আবহেই বুধবার কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকেও চড়া সুরে হিন্দুত্বের তাস খেলেছেন। তিনি বারবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। পরে সাংবাদিক বৈঠকে বাংলায় বাঁচতে হলে হিন্দুদের জেগে ওঠার ডাক দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | হাল ফেরাবেন শমীক?
00:00
Video thumbnail
BJP Koustav Bagchi | হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শা/সা/নি কাঠগড়ায় কৌস্তভ বাগচি
00:00
Video thumbnail
Ali Khamenei | খামেনিকে মা/রা অসম্ভব কেন? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Kasba Incident | মনোজিতের আইনজীবী লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল
00:00
Video thumbnail
Sukanta Majumdar | Samik Bhattacharya | সভাপতি হলেন শমীক, কী বললেন সুকান্ত?
00:00
Video thumbnail
Iran-Israel | ইরানের তথ্য পাচার করছিল এই জুটি, কী সিদ্ধান্ত খামেনির? কী করবে ইজরায়েল?
00:00
Video thumbnail
Samik Bhattacharya | বিজেপির রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য
00:00
Video thumbnail
Fourth Pillar | ইন্ডিয়া ফার্স্ট মুখে বলেন তিনি, ফায়দা লোটে আদানি আম্বানি
00:56
Video thumbnail
Aajke | ধ/র্ষক নিয়ে মিছিল করে যারা এই বাংলায় কথা বলবে তারা?
00:58
Video thumbnail
Aajke | যোগীরাজ্যে মৃ/ত্যু/র ঘটনায় কেউ যোগীর পদত্যাগ চায়?
00:57