কলকাতা: পুজোয় মাটি করতে পারে বৃষ্টি (Durga Puja Rain Forecast)। মহালয়া থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। পুজোর (Durga Puja 2024) আগে শেষ রবিবার আজ, অনেকেই শেষ মুহূর্তের কেনাকাটার পরিকল্পনা করেছেন। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পুজোয় বদল ঘটবে আবহাওয়ার, কখনও রোদ কখনও বৃষ্টি (Rain Forecast) চলবে। চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা। আলিপুর আবহাওয়ার দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবারে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি হবে। রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বৃষ্টি হতে পারে। বাকি ১১টি জেলার কয়েকটি অংশে বৃষ্টি হবে।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের অনশন শুরু, নেই আর জি করের কেউ
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্য খবর দেখুন