skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeকলকাতাWB Municipal Election 2022: রবিবার ১০৮ পুরসভার ভোট কেমন হবে, নানা জল্পনা

WB Municipal Election 2022: রবিবার ১০৮ পুরসভার ভোট কেমন হবে, নানা জল্পনা

Follow Us :

কলকাতা: রবিবার রাজ্যের (West Bengal Vote 2022) বিভিন্ন জেলায় ১০৮টি পুরসভার (WB Municipal Vote) ভোট হতে চলেছে। ভোট চলবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোট গণনা (Municipal Vote Result) বুধবার। এই ভোট নিয়ে গত কয়েক মাস ধরে কম রাজনৈতিক বিতর্ক হয়নি। এর আগে দুই দফায় ভোট হয়েছে কলকাতা, শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল এবং চন্দননগর পুরনিগমের। বিরোধীদের, বিশেষত বিজেপির দাবি ছিল, ভোট করতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। বিরোধীদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছাড়া পুরভোট (WB Municipal Election 2022) সম্ভব নয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শেষে অবশ্য কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) রাজ্য নির্বাচন কমিশনকে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেয়। কমিশন রাজ্য পুলিসের উপরেই আস্থা রেখে পাঁচ পুরনিগমের ভোট করায়। পাচঁটিতেই শাসক তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে। এমনকি শিলিগুড়ি পুরনিগমও বামেদের হাতছাড়া হয়।

বিরোধীদের অভিযোগ, পাঁচ পুরনিগমে ভোট অবাধ হয়নি। ভোটের নামে প্রহসন হয়েছে। শাসকদল যথারীতি সেই অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য নির্বাচন কমিশনও শান্তিপূর্ণ ভোটের জন্য রাজ্য পুলিসকে অভিনন্দন জানিয়েছে।
এমনিতেই পাঁচ পুরনিগম সহ প্রায় সব পুরসভারই মেয়াদ কয়েক বছর আগে শেষ হয়ে গিয়েছে। কিন্তু রাজ্য সরকার সময়মতো ভোট না করিয়ে প্রশাসক বসিয়ে পুরসভাগুলি চালাতে থাকে। তার মধ্যেই ২০২০ সালে দেখা দিল অতিমারি। তার জন্য ভোট করা গেল না। কেটে গেল দুবছর। রাজ্য সরকার এবং কমিশন সিদ্ধান্ত নিল, কলকাতার ভোট হবে আলাদা, বাকি চার পুরনিগমের ভোট হবে ১২ ফেব্রুয়ারি। তা নিয়েও চলল টানাপড়েন। যাই হোক, সেই ভোটও মিটল অবশেষে।বাকি রইল ১০৮ পুরসভার ভোট।

এই দফার ভোটের জলও কলকাতা হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। বিজেপি এই ভোটেও কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে গেল। হাইকোর্ট আগের মতোই বাহিনী মোতায়েনের দায় চাপিয়ে দিল নির্বাচন কমিশনের উপর। বিজেপি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গেল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ করে দিয়েছে।
এই পরিস্থিতিতে রবিবার হতে চলেছে পুরভোট। ভোটে মনোনয়নপত্র পেশের সময় থেকেই বিস্তর গোলমাল চলে। তা নিয়েও মামলা হয়। দেখা গেল, ভোটের আগেই একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খান পাঁচেক পুরসভা দখল করে নিল শাসকদল। অভিযোগ উঠল, জোর করে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। কোথাও মনোনয়নপত্র পেশই করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন WB Weather Forecast: পুরভোটের দিন ফের বৃষ্টি! দুর্যোগের আশঙ্কা কোন কোন জেলায় ?

এই পর্বের ভোটে শাসকদলের অন্দরেও কম জল ঘোলা হয়নি। দুটি প্রার্থী তালিকা নিয়ে ব্যাপক শোরগোল চলেছে। খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রথম তালিকা দলের নয়। দ্বিতীয়টিই আসল তালিকা। অনেক পুরসভায় তৃণমূল প্রথম তালিকা অনুযায়ী প্রার্থী দিল। অনেকে নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়লেন।দল বলল, নির্দলদের তাড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে দলের নির্দেশ অমান্য করায় জেলায় জেলায় অনেককে বহিষ্কার করেছে তৃণমূল। তা নিয়ে দলে এখনও অস্বস্তি রয়েছে। শাসকদলেরই অনেকে আশঙ্কা করছেন, রবিবারের ভোটে গোলমাল হবে। বিরোধীরা তো আগে থেকেই অশান্তির গাওনা গেয়ে রেখেছে।এই অবস্থায় রবিবারের ভোট কেমন হবে, তা নিয়ে নানা প্রশ্ন থাকছে। রাজ্য নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভোট হবে শান্তিতেই।

আরও পড়ুন  Kolkata Metro Digital Fare Board: কলকাতা মেট্রোর ২৬টি স্টেশনে বসছে ডিজিটাল ফেয়ার বোর্ড

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
TMC | আইবুড়ো বিডিওর জন্য কী করলেন তৃণমূল নেত্রী?
00:00
Video thumbnail
T20 WorldCup | India | টিম ইন্ডিয়ার বিজয় মিছিল মেরিন ড্রাইভে থিকথিকে ভিড়
00:00
Video thumbnail
T20 WorldCup | India | মেরিন ড্রাইভেই জনসমুদ্র! কী করল টিম ইন্ডিয়া?
00:00
Video thumbnail
Narendra Modi | যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল মোদিকেই চ্যালেঞ্জ কংগ্রেসের
00:00
Video thumbnail
Rahul Gandhi | রেকর্ডে বাদ রাহুলের ভাষণ পাল্টা নিশানা মোদিকে!
00:00
Video thumbnail
Lake Gardens Murder | হোটেলে গুলিবিদ্ধ প্রেমিকার নতুন বন্ধুর খোঁজ! ত্রিকোণ প্রেমেই কি গুলি?
00:00
Video thumbnail
Hathras | কোথায় লুকিয়ে ভোলে বাবা! দেখে নিন ভিডিও
00:00
Video thumbnail
BJP Leader | বাংলার বিজেপি নেতা সাসপেন্ড, কোন কাজের জন্য?
00:00
Video thumbnail
TMC | BDO | বিডিও পা ছুঁলেন তৃণমূল নেত্রীর, হুলস্থুল কাণ্ড
00:00
Video thumbnail
Hathras | আশ্রম কব্জায় বাবার সমর্থকদের, মাটিতে জল ঢেলে রাস্তা আটকানো ভয়ঙ্কর অবস্থা, দেখুন ভিডিও
00:00